শিশুর কথা শুনব আজ, শিশুর জন্য করব কাজ’ প্রতিপাদ্যে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৫ এর উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল আয়োজিত সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। দিবসটি উপলক্ষে আজ সোমবার বরিশাল সার্কিট হাউসে শিশু ও অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, মায়ের পেটে ভ্রুণ থেকেই শিশুর অধিকার তৈরি হয়। মায়ের অধিকার নিশ্চিত করলে শিশুর অধিকার নিশ্চিত করা যায়। মায়ের মানসিক, শারীরিক ও পারিবারিক অধিকার নিশ্চিত করতে পারলে একটি শিশু তার প্রাপ্য সম্মান নিয়ে জন্মগ্রহণ করতে পারবে। তিনি বলেন, সরকারি ও বেসরকারিভাবে আমাদেরকে সমন্বিত উদ্যোগ নিয়ে শিশু অধিকার নিশ্চিতে কাজ করতে হবে। মায়েরা শারীরিক ও মানসিকভাবে উপযুক্ত এবং পিতা আর্থিকভাবে সক্ষম হলেই শিশু জন্মদানে চেষ্টা করতে হবে। অপরিকল্পিত জন্মদানের মাধ্যমে শিশুর ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দেওয়া যাবে না।
জেলা প্রশাসক বলেন, শিশুশ্রম বন্ধে সরকার অঙ্গীকারবদ্ধ। শিশুদের কায়িক পরিশ্রমের কাজে ব্যবহার করলে আইনগত ব্যবস্থা নিয়ে শাস্তির আওতায় আনতে হবে। শুধু সামনের সারির শিক্ষার্থীর দিকে নজর না দিয়ে পিছনের সারির শিক্ষার্থীকে সুযোগ দিলে সেও প্রতিভা বিকাশ করতে পারবে। শিশুদের ঘরের বাইরে খেলতে দেওয়া, সাংস্কৃতিক চর্চায় উদ্বুদ্ধ করা ও বাইরে বন্ধুত্ব করার সুযোগ দিলে তারা মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে উঠবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে শিশুদের স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে হবে। এসময় তিনি আগামীর বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দরভাবে গড়ে তোলার জন্য সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক লুসিকান্ত হাজংয়ের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মো. শরিফ উদ্দীন, ইউনিসেফ বরিশাল অঞ্চলের চিফ ফিল্ড অফিসার মো. আনোয়ার হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মেহেরুন নাহার মুন্নী, জেলা শিক্ষা অফিসার মো. হারুনুর রশীদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মোস্তফা কামাল ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. মোজাম্মেল হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। এসময় বরিশালের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করেন।
https://slotbet.online/