পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরিবৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধসহ চার দফা দাবিতে রবিবার অনির্দিষ্টকালের জন্য গণছুটিতে যাওয়ার ঘোষণা দেয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। আর এই কর্ম সূচীতে অংশ নেয় বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ ও ২ দুইয়ের ২৭৯ জন কর্মকর্তা-কর্মচারী।
বরিশালে দুটি সমিতির অধীনে দুটি অঞ্চলে কার্যক্রম চালিয়ে আসছে। এই দুই সমিতির অধীনে ৯৬৯ জন স্টাফ কর্মরত থেকে বিদ্যুৎ সেবা প্রদান করে আসছে।
আজ রবিবার কর্মকর্তা-কর্মচারীদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বরিশালের দুই স্টেশনের ২৭৯ জন স্বেচ্ছায় ছুটিতে যায় ফলে সাময়িকভাবে বিতারণ ও সঞ্চালনের ত্রুটি থাকায় এলাকাগুলোতে কর্মকাণ্ডে কিছুটা ব্যাঘাত ঘটছে বলে দাবি করেছে কয়েকজন কর্মকর্তা।
বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর এজিএম আব্দুল হামিদ বলেন, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে ৫২৯ জন কর্মচারী রয়েছে। এদের মধ্যে মাত্র ৪৯ জন স্টাফ স্বেচ্ছায় ছুটি নিয়েছে। এতে এ অঞ্চলের বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালনে কোন ব্যাঘাত ঘটেনি। এর কোন প্রভাব এ অঞ্চলে এর প্রভাব পরার সম্ভাবনা নেই।
পল্লী বিদ্যুৎ সমিতি বরিশাল ২ এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী বিপুল কৃষ্ণ মন্ডল বলেন, পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের অধীনে ৪৪০ জন কর্মরত রয়েছে এরমধ্যে ২৩০ জন ছুটিতে গিয়েছে। তার মতে এখন পর্যন্ত এর কোন প্রভাব এই অঞ্চলে নেই। তবে আগামীকাল কি হবে তা এখনই বলা যাচ্ছে না।
https://slotbet.online/