বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী রাজিব আহসান’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার সকালে তার বাস ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় রাজিব আহসান বলেন, আমি চাই এমন একটি প্লাটফর্ম যেখানে সবাই কথা বলবে। আমরা হিন্দু-মুসলিম হিসেবে নয়, আমরা ছোটবেলা থেকেই একসাথে পড়ালেখা ও খেলাধূলা করেছি, একসাথে বড়ো হয়েছি। আমার সবচেয়ে কাছের ও বিশ্বস্ত বন্ধু ছিল হিন্দু। আমি তাদের বাসায় নিজ পরিবারের মতো যাতায়াত করতাম। আমার জন্ম এখানে,আমি সকলকে চিনি ও জানি। আমি এখানে নেতা হিসেবে আসিনি, আমি রাজনীতি করতে আসিনি, আমি আপনাদের সেবা করতে এসেছি। আমি করো সন্তান, কারো ভাই, কারো ছাত্র হিসেবে আপনাদেরকে সাথে নিয়ে পথ চলতে চাই। আপনারা আস্থা, ভালোবাসা ও বিশ্বাস এই তিনটি ঠিক রাখবেন, আমিও আপনাদের সব কথা রাখবো। অবসরপ্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু দাস’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক গিয়াস উদ্দিন দিপেন, সদস্য সচিব সিহাব আহামেদ সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মুক্তা, পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী দিনু মিয়া, পৌর বিএনপির সাবেক আহবায়ক জিয়াউদ্দিন সুজন, মেহেন্দিগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি বাদল কৃষ্ণ পাল, বিশিষ্ট ব্যবসায়ী সুনিল পাল, দিলীপ পাল, অখিল দেবনাথ,পাতারহাট বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি সেলিম জমদ্দার,সহ-সভাপতি আমিরুল ইসলাম, সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোষ্ঠ বিহারি নাথ, শিক্ষক শংকর বিশ্বাস, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, সদস্য সচিব মাজহারুল ইসলাম পারভেজ, পৌর যুবদলের আহবায়ক মামুন মিয়াজি, সদস্য সচিব আমজাদ পোদ্দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফখরুল ইসলাম সোহেল, সদস্য সচিব মাসুদ রানা, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সিপন মিয়া, সদস্য সচিব আমিনুল ইসলাম রবীন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাৎ হোসেন সোহাগ সহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন এলাকা থেকে আগত সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।
https://slotbet.online/