• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা বিএম কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ: নতুনদের হাতে আল কুরআন ও স্বপ্নের দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” জান-মালের নিরাপত্তা দিতে পারলেই হিন্দুরা সেই পক্ষেই ভোট দেবে বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ-জাতি : ইউজিসি ড. এস এম এ ফায়েজ ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা মেঘনায় অভিযানে ১১ জেলে আটক কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫”

ববি প্রতিনিধি / ১৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

 

বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের গবেষণা সম্মেলন “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” অনুষ্ঠিত হয়েছে ১৮ অক্টোবর, ২০২৫। বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ (Barishal University Research Society – BURS) আয়োজিত এ সম্মেলনে দেশের তরুণ গবেষকদের একত্রিত করে একটি গবেষণামূলক প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

দেশের ৬৫টিরও বেশি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৫০০টি গবেষণা অ্যাবস্ট্রাক্ট জমা পড়েছে এবারের সম্মেলনে, যা তরুণ প্রজন্মের গবেষণায় আগ্রহ ও অংশগ্রহণের ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

সামিটের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পূবালী ব্যাংক পিএলসি। পাশাপাশি সোনালি ব্যাংক পিএলসি ও সিটি ব্যাংক স্পন্সর হিসেবে যুক্ত আছে। ক্যারিয়ার পার্টনার হিসেবে বিডিজবস এবং মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে যমুনা টিভি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, কালের কণ্ঠ ও আজকের পত্রিকা। ফুড পার্টনার হিসেবে রয়েছে ইস্পাহানি ও ডেকো।

সম্মেলনের ভেন্যু নির্ধারণ করা হয়েছিলো কীর্তনখোলা হল, জীবনানন্দ দাশ হল, জীবনানন্দ দাশ ভিডিও কনফারেন্স হল, মুক্তমঞ্চ এবং বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তৌফিক আলম। প্রধান বক্তা হিসেবে ছিলেন  ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের প্রফেসর ড. আবু বিন হাসান সুসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শহীদুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মঞ্জুরুল করিম, এমআইএস বিভাগের প্রফেসর ড. মো. রকিবুল হক, কম্পিউটার বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. সুরাইয়া পারভীন, তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের প্রফেসর ড. সুব্রত কুমার আদিত্য এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম।

এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্থাপক ও আঞ্চলিক ব্যবস্থাপক মি. মুহাম্মদ মোশাহিদুল্লাহ, বায়ো-সায়েন্স অনুষদের ডিন ড. এ.এস. হাফিজ আশরাফুল হক এবং পদার্থবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক ড. এ.এস. মো. খোরশেদ আলম।

সম্মেলনের সভাপতিত্ব করেছেন বরিশাল ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির (BURS) প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আজম খান।

দিনব্যাপী এই সম্মেলনে ছিলো মৌখিক ও পোস্টার উপস্থাপনা, গবেষণাভিত্তিক গল্প বলা, নেটওয়ার্কিং ও জ্ঞান বিনিময়ের নানা আয়োজন। এছাড়াও কোলাবরেশন ওয়াল এবং এক্সচেঞ্জ অপারচুনিটির মতো আকর্ষণীয় সেগমেন্ট ছিলো অংশগ্রহণকারীদের জন্য।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংসদসহ বিইউ রেডিও ও বরিশাল বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি কমিউনিটি এনগেজমেন্ট পার্টনার হিসেবে সহযোগিতা করেছে।

আয়োজকরা আশা করছেন, “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” দেশের তরুণদের মধ্যে গবেষণা, সৃজনশীলতা ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করবে। বরিশাল বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের এই আয়োজন ভবিষ্যৎ গবেষণা নেতৃত্ব গড়ে তোলার পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/