• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পূর্বাহ্ন

বর্তমান সরকার যে বিপ্লবের ফল, তা তারা বুঝতে পারে না : মাহমুদুর রহমান

ববি প্রতিনিধি / ৩ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

অনেকেই জুলাই বিপ্লব স্বীকার করতে চান না। এমনকি বর্তমান সরকার যে সেই বিপ্লবেরই ফল, সেটিও তারা বুঝতে পারে না। নিজেদের অন্তর্বর্তীকালীন সরকার বলে পরিচয় দিলেও, রাজনৈতিক দলগুলোও আসলে বিপ্লবের অর্থ বোঝে না এমন মন্তব্য করেছেন একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘ইতিহাসের নয়া সন্ধিক্ষণে বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান বলেন, গত ১৫ বছরে আমরা সাংবাদিকতার নামে সার্কাসের পোষ মানা সিংহদের দেখেছি। যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার চেয়ারের নিচে বসে সিংহ নয়, বরং পোষা কুকুরের মতো লেজ নাড়িয়েছে। সংবাদ সম্মেলনের নামে তথাকথিত সাংবাদিকরা তেলের বন্যা বইয়ে দিয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থান-পরবর্তী সাংবাদিকতা আমার কাছে সিংহের সাংবাদিকতা যে গর্জনে ক্ষমতার মসনদ কেঁপে উঠবে। এই সাহসী সাংবাদিকতাই আমি প্রত্যাশা করি তরুণদের কাছ থেকে সেই তরুণদের কাছ থেকে, যারা অকাতরে প্রাণ দিয়ে চব্বিশের বিপ্লব সংগঠিত করেছে।

প্রধান আলোচকের বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ হলো ভূইফোড় ফ্যাসিবাদ। যাদের আমরা ফ্যাসিবাদী উপাধি দিয়েছি, তারা আসলে ডাকাতের দল- যারা ছাত্রদের আন্দোলনে পালিয়ে গেছে। ফ্যাসিবাদী কাঠামো জাতীয়তাবাদের নামে আছে, প্রগতির নামে আছে, এমনকি অসাম্প্রদায়িকতার নামেও আছে। তাই আমাদের ফ্যাসিবাদের সংজ্ঞা নতুন করে নির্ধারণ করা জরুরি।

উপস্থিত ক্যাম্পাস সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, সাংবাদিকতায় আমাদের সুশীল নয়, দুর্বোধ্য তরুণ দরকার যাদের হাসিনা বুঝতে না পেরে তুচ্ছ করেছিল। আপনারা সুবোধ বা সুশীল হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/