ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফিরোজা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। ফিরোজা বরিশালের গৌরনদী উপজেলার হাপানিয়া গ্রামের আল-আমিন কবিরাজের স্ত্রী।
মৃতের স্বজনরা জানিয়েছেন, রবিবার (২৬ অক্টোবর) বেলা এগারোটার দিকে জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় ফিরোজাকে। পরবর্তীতে পরীক্ষা-নিরীক্ষা করে তার ডেঙ্গু জ্বর ধরা পরে।
ওইদিন রাত দশটার দিকে ফিরোজার শারিরিক অবস্থার অবনতি হলে দায়িত্বরত নার্সদের রোগীর অবস্থা পর্যবেক্ষনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু কোন নার্সই রোগীর কাছে আসেনি। পরবর্তীতে রাত পৌনে এগারোটার দিকে অবহেলায় ফিরোজা মৃত্যুবরণ করেন।
হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. টিপু সুলতান বলেন, নার্সদের ডেকেও না পাওয়ার বিষয়টি রোগীর স্বজনরা আমার কাছে অভিযোগ করেছেন।
তবে তারা (রোগীর স্বজন) আগে চিকিৎসকদের কিছু জানায়নি। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ কেেরন।
https://slotbet.online/