• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

যেভাবে প্রার্থী বাছাই করছে বিএনপি

দর্পন ডেস্ক / ৪ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিএনপি পাঁচ ধাপে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করছে। তারেক রহমানের নেতৃত্বে চলছে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার ও মাঠ পর্যায়ের জরিপ।

পাঁচ স্তরে যাচাই-বাছাইয়ের মাধ্যমে এবার জাতীয় নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি। প্রতিটি আসনে দলের বাইরের অরাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকেও মতামত নেওয়া হচ্ছে, যা সরাসরি তত্ত্বাবধান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে শুরু হয়েছে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার।

ফ্যাসিস্ট আওয়ামী লীগ লোকদেখানো নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের দখল ধরে রাখায় দুই দশক ধরে ক্ষমতার বাইরে বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদ পতনের পর এখন নতুন উদ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে দলটি। ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে প্রার্থী বাছাই শুরু করেছে বিএনপি। দীর্ঘদিনের পরীক্ষিত মিত্রদের ৫০টি আসন ছেড়ে দিয়ে বাকি আড়াই শ আসনে মনোনয়ন দেবে দল।

প্রার্থী বাছাইয়ের কাজে থাকা নেতারা বলছেন, বেশ কিছু আসনে আন্দোলন-সংগ্রামে না থাকা মনোনয়নপ্রত্যাশীরা নানাভাবে চাপ সৃষ্টি করেছেন। এর ফলে ত্যাগী ও যোগ্য প্রার্থীরা অনেকটাই কোনঠাসা। তবে সব দিক বিবেচনা করে দল সঠিক সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা নেতাদের।

বিএনপির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, “বসন্তের কোকিলের মতো হঠাৎ করে এসে এখন দলের সুবিধা নিতে চায়, এরা মনে হয় খুব বেশি সুবিধা করতে পারবে না। যে মাঠে ছিল না, যাকে আন্দোলন-সংগ্রামে দেখলাম না, যাদের বিরুদ্ধে একটা মামলা পর্যন্ত নেই, যারা আঁতাত করে চলেছে গত সরকারের সময়, তাদের প্রার্থী দিলে স্বাভাবিকভাবে মাঠে একটা প্রতিক্রিয়া তো তৈরি হবেই। এটা হোক—দল এটা চাইবে না।”

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, এমন ঘোষণার পর প্রতি সপ্তাহে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যোগ্য প্রার্থী নির্বাচনের বিষয়টি প্রতিটি বৈঠকেই প্রাধান্য পাচ্ছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, “ইতিমধ্যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান পাঁচটি সার্ভে করেছেন। নিজের উদ্যোগে, নিজস্ব লোকজনকে দিয়ে বা রাজনৈতিক ব্যক্তিদের দিয়ে এই সার্ভে করেছেন। আশা করি সঠিক চিত্রই আমাদের সামনে উঠে আসবে। সঠিক ব্যক্তিকেই আমরা মনোনয়ন দিতে পারব।”

দলের আরেক স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “যারা এমপি নির্বাচনে মনোনয়ন পাবে না, তাদের জাতীয়ভাবে মূল্যায়নের সুযোগ থাকে।”

মনোনয়ন চূড়ান্ত করতে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিভাগভিত্তিক মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ জ্যেষ্ঠ নেতারা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রার্থী বাছাইয়ে বিএনপি যেসব পদ্ধতি অনুসরণ করছে, তাতে দলটির নেতারা মনে করছেন, ত্যাগী এবং যোগ্যরাই পাবেন ধানের শীষ প্রতীক। আর সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসবে বিএনপি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/