মল্লিক জামাল,স্টাফ রিপোর্টার।
বরগুনার তালতলী উপজেলার লাউপাড়ায় অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে তালতলী থানা পুলিশ।
ঘটনা সূত্রে জানা যায়,আসামি শহিদুল ইসলাম বিরুদ্ধে ২ বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ছিল তালতলী থানায়। আসামি শহিদুল ইসলাম কে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করতে অভিযান অব্যাহত রাখে তালতলী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মোঃ শহিদুল ইসলাম,পিতা মৃতঃ আজাহার আলী হাং নামেশিপাড়া গ্রামের বাসিন্দা।
সোমাবার গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই (নিঃ) মোঃ আমিনুল ইসলাম নেতৃত্বে রাত ৯.০০ টার দিকে অভিযান চালিয়ে আসামি শহিদুল ইসলাম কে তালতলী থানার লাউপাড়া বাজার থেকে গ্রেফতার করা হয়।
তালতলী থানার (ওসি) শহিদুল ইসলাম মিলন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুই বছর সাজাপ্রাপ্ত আসামী শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।তাকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
https://slotbet.online/