• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

জীবনানন্দের প্রয়াণতিথি উপলক্ষ্যে ববিতে সেমিনার অনুষ্ঠিত

ববি প্রতিনিধি / ৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

কবি জীবনানন্দ দাশের ৭১ তম প্রয়াণতিথি উপলক্ষ্যে বরিশাল বিশ্ববিদ্যালয়ে “প্রেমে-অপ্রেমে, দারিদ্র্যে ও দাম্পত্যে জীবনানন্দ” শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের আয়োজনে ২২ অক্টোবর ২০২৫ তারিখ বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ সেমিনারের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক আলম। জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের পরিচালক মোহসিনা হোসাইনের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ভারতের খ্যাতিমান জীবনানন্দ গবেষক গৌতম মিত্র।

সেমিনারে ভিডিও বার্তা প্রদান করেন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ও প্রখ্যাত জীবনানন্দ গবেষক প্রফেসর ড. ক্লিনটন বি সিলি। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কথাসাহিত্যিক, জীবনানন্দ গবেষক ও অনুবাদক ফারুক মঈনউদ্দীন।

এছাড়াও সেমিনারে সম্মানিত আলোচক ছিলেন জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালক ও ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন এবং জীবনানন্দ দাশ রিসার্চ সেন্টারের সাবেক পরিচালক ও বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার। বাংলা বিভাগের সহকারী অধ্যাপক পম্পা রানী মজুমদারের সঞ্চালনায় সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/