• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

টুঙ্গীবাড়ীয়ায় বিএনপি’র ৩১ দফা রাষ্ট্র কাঠামো লিফলেট বিতরণ

স্টাফ রিপোর্টার / ১৩ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনগণের মধ্যে তুলে ধরতে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বরিশাল সদর উপজেলার টুঙ্গীবাড়ীয়া ইউনিয়নের পতাং বাজারে।

বৃহস্পতিবার বিকেলে ইতালি বিএনপি শাখার সভাপতি মো. খলিলুর রহমান খোকনের নেতৃত্বে এ লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এ সময় বরিশাল সদর উপজেলা যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলাম উজ্জ্বল, যুগ্ম আহ্বায়ক সরোয়ার আকন, যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বাবু, তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন রিপনসহ স্থানীয় যুবদল, ছাত্রদল, শ্রমিক দল ও তাঁতি দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণ শেষে মো. খলিলুর রহমান খোকন বলেন, “বিএনপি জনগণের দল, জনগণের অধিকার পুনরুদ্ধারই আমাদের লক্ষ্য। দেশের বর্তমান সংকট নিরসনে বিএনপি যে ৩১ দফা রাষ্ট্র কাঠামোর প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়িত হলে বাংলাদেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।”

তিনি আরও বলেন, “বিদেশে অবস্থান করেও আমরা দলের এই নীতিমালা ও কর্মসূচি সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে বদ্ধপরিকর। দেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

স্থানীয় নেতৃবৃন্দ বলেন, বিএনপি’র এ ৩১ দফা রাষ্ট্র কাঠামো জনগণের প্রত্যাশা পূরণের একটি যুগোপযোগী দিকনির্দেশনা। তাঁরা আশা প্রকাশ করেন, দেশবাসী এই ঘোষণাকে সমর্থন জানাবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যুক্ত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/