বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫–২৬ কার্যবর্ষের নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের (২০২০–২১ সেশন) শিক্ষার্থী মেহরাব হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের (২০২১–২২ সেশন) শিক্ষার্থী ইমা আক্তার।
মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী সাত কার্যদিবসের মধ্যে সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি প্রণয়ন করে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বরাবর প্রেরণের জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অনুরোধ করা হয়েছে।
নতুন দায়িত্ব পেয়ে মেহরাব হোসেন বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের মত বুদ্ধিবৃত্তিক সংগঠনের নেতৃত্ব পেয়ে আমি আনন্দিত ও কৃতজ্ঞ।আমি কৃতজ্ঞ ফোরামের কেন্দ্রীয় নেতৃত্ব, উপদেষ্টা এবং ববি শাখার সকল সদস্যদের প্রতি, যারা আমার প্রতি বিশ্বাস রেখেছেন।আমি চেষ্টা করবো বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আরও সক্রিয়, ঐক্যবদ্ধ ও সৃষ্টিশীল করে তুলতে।
অন্যদিকে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ইমা আক্তার বলেন, “বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম সবসময়ই তরুণদের মেধা ও লেখনীর বিকাশে কাজ করে যাচ্ছে। এই দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ এবং অনুপ্রাণিত। আমরা একসাথে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখাকে আরও সক্রিয় ও সৃজনশীল করে তুলব, যেন তরুণ লেখকরা তাদের ভাবনা ও সৃজনশীলতা আরও বিস্তৃত পরিসরে প্রকাশের সুযোগ পান।”
২০১৮ সালের ২৩ জুলাই “সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়” প্রতিপাদ্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনটি তরুণ লেখকদের পরামর্শ, লেখালেখি ও সাংবাদিকতা-সংক্রান্ত কর্মশালা, সেমিনার ও আলোচনাসভা আয়োজনের মাধ্যমে এক নতুন বুদ্ধিবৃত্তিক আন্দোলনের দিগন্ত উন্মোচন করেছে।
https://slotbet.online/