• শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:১৯ পূর্বাহ্ন

বরিশালে নিরাপদ সড়ক দিবস উদ্‌যাপন

প্রতিনিধি / ২৩ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমাবে জীবন ও সম্পদের ক্ষতি”প্রতিপাদ্যে সারাদেশের ন্যায় বরিশালেও নিরাপদ সড়ক দিবস উদযাপিত হয়। দিবসটি উদ্‌যাপন উপলক্ষে আজ বুধবার বিআরটিএ বরিশাল সার্কেলের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় নগরীর সার্কিট হাউজের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।

প্রধান অতিথির বক্তৃতায় জেলা প্রশাসক বলেন, গাড়ি চলাচলের সময় এমন কিছু করা যাবে না, যা চালকের মনোযোগ নষ্ট করে। সময় বাঁচাতে চলন্ত গাড়িতে ওঠা-নামা করা বিপজ্জনক, এটি কখনোই করবেন না। পণ্যবাহী ট্রাক বা লরিতে যাত্রী হিসেবে উঠা বিপজ্জনক, তাই এসব গাড়িতে ওঠা থেকে বিরত থাকুন। যদি কোনো চালক গাড়ি চালানো অবস্থায় ইয়ারফোন বা মোবাইল ব্যবহার করেন, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে।

সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভারদের উদ্দেশে তিনি বলেন, নিরাপদ সড়ক ব্যবস্থার জন্য নিজেদের সবার আগে সচেতন হতে হবে। গাড়ি রাস্তায় বের করার আগে জ্বালানি, রেডিয়েটরের পানি, টায়ার, ব্রেক, ক্লাচ, স্টিয়ারিং ও হর্নসহ সবকিছু সঠিকভাবে পরীক্ষা করে নিতে হবে। কারণ, সামান্য অসাবধানতার ফলে দুর্ঘটনা ঘটতে পারে। মেয়াদোত্তীর্ণ লাইসেন্স নিয়ে কেউ গাড়ি চালাবেন না। সিটবেল্ট ছাড়া কখনও গাড়ি চালানো ঠিক নয়। পাশাপাশি, গতি সীমা মেনে গাড়ি চালানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মদ্যপ অবস্থায় বা ঘুম-ঘুম ভাব নিয়ে গাড়ি চালানো খুব ঝুঁকিপূর্ণ। প্রয়োজনীয় বিরতি ছাড়া দীর্ঘ সময় গাড়ি চালানোও বিপজ্জনক। এসময় তিনি একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি না চালানোর নির্দেশনা দেন।

তিনি আরও বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ট্রাফিক আইন, ট্রাফিক সাইন এবং ট্রাফিক পুলিশের নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে হবে। নিরাপদ সড়ক নিশ্চিত করতে আমাদের প্রত্যেকেরই দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুফল চন্দ্র গোলদারের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, নির্বাহী প্রকৌশলী (সওজ) নাজমুল ইসলাম বিশেষ অতিথির বক্তৃতা করেন। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, বিভিন্ন পরিবহন মালিক সমিতি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনার সভার আগে বরিশাল জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সার্কিট হাউজ চত্ত্বরে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/