• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে : মির্জা ফখরুল

দর্পন ডেস্ক / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
Oplus_16908288

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমাদের লক্ষ্য এখন একটাই, বাংলাদেশে ছাব্বিশের ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। এর কোনো ব্যতিক্রম হবে না। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। আমরা নির্বাচন চাই। যে সিদ্ধান্ত হয়েছে, সেই সময়টাতেই আমরা নির্বাচন চাই। বিকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের এক সমাবেশে নিজের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমূলক মিথ্যাচার-অপপ্রচার এবং পুরান ঢাকায় ব্যবসায়ী হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নয়াপল্টনে এ বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। মিছিলের আগে জড়ো হওয়া নেতাকর্মীদের উদ্দেশে বিএনপি নেতারা বক্তব্য দেন। একই দাবিতে রাজধানী ও দেশের বিভিন্ন জেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ করেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘যখন প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমান বৈঠক করে নির্বাচনের সময় ঠিক করেছেন তখন থেকে তাদের মাথা বিগড়ে গেছে। গণতন্ত্রের প্রশ্নে আমাদের কোনো আপস নেই। আমরা নির্বাচন চাই। যে সিদ্ধান্ত হয়েছে সেই সময়ের মধ্যে নির্বাচন চাই। আমরা মানুষের ভোটাধিকার ফিরিয়ে দিতে চাই। আমাদের নেতা তারেক রহমানের নির্দেশে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আজকে অনুরোধ করব, ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবেলা করবেন। নেতাদের কাছে অনুরোধ করব, এমন কিছু হতে দেবেন না যাতে গণতন্ত্রের শত্রুরা সুযোগ পেয়ে যায়। যারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলে, বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা গণতন্ত্রের শত্রু, তারা এ দেশের মানুষের শত্রু।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নাম না নিয়ে একটি দলের প্রতি ইঙ্গিত করে বলেন, আর একটি দল লম্বা লম্বা কথা ছাড়া, সুকৌশলে চাঁদা নেয়া ছাড়া, তাদের কোনো কাজ নাই। এরশাদের সময়ে এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের কাঁধে ভর করেন, বিএনপির সময়ে বিএনপির কাঁধে ভর করেন।

এদিকে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গতকাল ছাত্রদল বিক্ষোভ মিছিল করে। মিছিলটি বিজয়নগর, জাতীয় প্রেস ক্লাব হয়ে শাহবাগে গিয়ে শেষ হয়। এর আগে বেলা ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের নেতাকর্মীরা সমবেত হয়ে মিছিল করেন। মিছিলে ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা।

গতকাল আরেক অনুষ্ঠানে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মির্জা ফখরুল বলেন, ‘মিটফোর্ড হত্যাকাণ্ড নিয়ে যারা রাজনৈতিক পরিবেশ নষ্ট এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত ও অনিশ্চিত করতে চান এবং প্রকারান্তরে ফ্যাসিবাদ উত্থানের পথ সৃষ্টি করতে চান, তাদের চিহ্নিত করা ও প্রতিহত করার প্রত্যয়ও একই সঙ্গে উচ্চারণ করতে চাই। বিএনপির অবস্থান বরাবরের মতোই স্পষ্ট—অপরাধীর কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। ব্যক্তির অপরাধের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। এ হত্যাকাণ্ডের অন্তর্নিহিত কারণ অনুসন্ধানের জন্য উপযুক্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি “‍তদন্ত ও তথ্যানুসন্ধানী কমিটি” গঠনের সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এ কমিটি প্রকৃত সত্য উদ্ঘাটন এবং তা জনসমক্ষে প্রকাশ করবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/