পটুয়াখালীর বাউফলে দুই গ্রুপে বিভক্ত হয় জামাত ও এনসিপি বিরোধী বিক্ষোভ করেছে বিএনপি। বিএনপির বিরুদ্ধে জামায়াত ও এনসিপির মিথ্যাচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে বাউফল উপজেলা বিএনপি পৃথক আয়োজনে এ বিক্ষোভ প্রদর্শন করেন।
আজ (১৫জুলাই) মঙ্গলবার বিকেল পাঁচটায় কেন্দ্রীয় বিএনপি সহ দপ্তর সম্পাদক মনির হোসেন গ্রুপে উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ নেতৃত্বে হাসান দালাল মার্কেট থেকে উপজেলা হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিকেল সাড়ে পাঁচটায় বিএনপি’র সাবেক এমপি শহিদুল আলম তালুকদারের পক্ষে উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক তসলিম তালুকদারের নেতৃত্বে তার সমর্থকরা বাউফল পৌর শহরের এমপির ব্রিজ থেকে গোলাবাড়ি হয়ে বিভিন্ন সড়কে বিক্ষোভ করেন।
বিএনপি’র দুই গ্রুপে একই শ্লোগানের মুখরিত করেন বাউফল পৌরসভা। বিক্ষোভকারীরা জামায়াত ও এনসিপির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেয়।
এ রকম আরো সংবাদ...