• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ন

কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন: স্থাপন হলো নতুন সাইনবোর্ড

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৭৭ পড়া হয়েছে
প্রকাশিত : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

পটুয়াখালীর কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয়েছে “কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়”। শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক সিদ্ধান্ত অনুযায়ী এ নাম পরিবর্তন কার্যকর করা হয়।
রবিবার ( ১৩ জুলাই ) শেষ বিকালে  বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে নতুন নামের সাইনবোর্ড স্থাপন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মো,খলিলুর রহমান, শিক্ষক-শিক্ষিকাগন এবং ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন,সাবেক শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক  বলেন, ৫ আগষ্টের পর সরকারি সিদ্ধান্ত মোতসবেক সাইনবোর্ড পরিবর্তন করা হয়েছে“নতুন নামকরণের মাধ্যমে বিদ্যালয়ের ঐতিহ্য ও আধুনিক চেতনার সমন্বয় ঘটেছে। শিক্ষার্থীদের উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”
স্থানীয় বাসিন্দারা মিশ্র প্রতিক্রিয়া জানালেও অনেকেই মনে করছেন, নতুন নামের মাধ্যমে কুয়াকাটা অঞ্চলের পরিচিতি আরও সুদৃঢ় হবে।
উল্লেখ্য, বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামানুসারে পরিচালিত হয়ে আসছিল। নাম পরিবর্তনের পেছনে প্রশাসনিক ও নীতিগত কারণ দেখিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/