• রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
সরকার মব জাস্টিস বরদাশত করে না : রিজওয়ানা সরকার কেন অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না : তারেক রহমান এ যেন হৃদয়স্পর্শী শোকের মাতম সোহাগ হত্যাকান্ড আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়েছে : শায়খে চরমোনাই মহিপুরে পাঁচ কি: মি: কাঁচা সড়কে হাঁটুজল, দুর্ভোগে পথচারী রাখাইন জনগোষ্ঠীকে নিয়ে জলবায়ু মোকাবেলায় প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ ভোলার তজুমদ্দিনে বিএনপি’র সভাপতির নেতৃত্বে যুবদলের কর্মীর উপর হামলা, আহত ২ মিডফোর্টে নৃশংস হত্যাকাণ্ডে তীব্র নিন্দা ও বিচার দাবি রাজধানীতে চলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর গোল টেবিল বৈঠক বানরীপাড়ায় দশম শ্রেনীর ছাত্রী অপহরণ ছাত্রদল নেতার

সরকার মব জাস্টিস বরদাশত করে না : রিজওয়ানা

দর্পন ডেস্ক / ৩ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১২ জুলাই, ২০২৫

পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ‘সরকার বারবার তার অবস্থান স্পষ্ট করেছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটেছে, সেই ঘটনার সঙ্গে সরকারের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস হচ্ছে, গত তিন-চার মাস দেখেছেন যেখানেই খবর পাচ্ছি সেখানেই আসামিকে গ্রেপ্তার করেছি।’ কোনো আসামি আর বের হবে না বলে জানিয়েছেন।

শনিবার (১২ জুলাই) দুপুরে সাভার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষায় ১২টি ইউনিয়নে এক লাখ গাছের চারা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ মন্তব্য করেন।

মধুমতি মডেল টাউন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিজিএমই ভবন দেখেছেন অনেক দিন দাঁড়িয়ে ছিল। কিন্তু আদালতের রায়ের পরেও অনেক দিন সময় লেগেছে উচ্ছেদ করতে। যেটা আদালত কর্তৃক অবৈধ সেটাই অবৈধই, সেটাকে বৈধ করার কোনো সুযোগ নেই।

গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউক আমার জানা মতে মধুমতি মডেল টাউন নিয়ে কাজ শুরু করেছে বলে জানান তিনি।

এ সময় সাভারের ইটভাটার দূষণ বন্ধে উপদেষ্টা বলেন, যেগুলো অবৈধ ইটভাটা সেগুলোর বিরুদ্ধে জোরালো অভিযান করা হয়েছে। আড়াই বছরের খতিয়ান আমি দিতে পারব না, তবে আমি ১১ মাসেরটা বলতে পারি। ১১ মাসে সামর্থ্য অনুযায়ী যতটুকু করার তার থেকে বাইরে গিয়ে করেছি।

সাভারের ইটভাটার তালিকা নিয়ে আমি বসেছি। বেশির ভাই ইটভাটার লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে জুন-জুলাই-আগস্টে। মাত্র হাতে গোনা ৬-৮টি থাকবে হলো জানুয়ারি-ফেব্রুয়ারি পর্যন্ত। যেটার জুন-জুলাই-আগস্টে মেয়াদ চলে যাচ্ছে সেটার আর বৈধতা থাকছে না। আমরা যদি আর রিনিউও না করি।

আমি সুযোগ দেখছি না রিনিউ করার। সেগুলো থাকছে ৬-৮টা। সেগুলোর ব্যাপারে আমাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদসহ সাভার উপজেলার স্থানীয় প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/