• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

অতি ভারি বর্ষণের সতর্কবার্তা

দর্পন ডেস্ক / ৯৬ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ৩০ মে, ২০২৫

ঢাকাসহ দেশের ৭ বিভাগে অতি ভারি বর্ষণের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে ৫ জেলায় ভূমিধসের শঙ্কা রয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (৩০ মে) সন্ধ্যায় আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

 এতে বলা হয়, সন্ধ্যায় সাতক্ষীরা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত স্থল গভীর নিম্নচাপটি আরও উত্তর অথবা উত্তরপূর্ব দিকে অগ্রসর ও ক্রমান্বয়ে দুর্বল হয়ে প্রথমে স্থল নিম্নচাপ এবং পরে আরও দুর্বল হয়ে সুস্পষ্ট লঘুচাপ হিসাবে শেরপুর ও তৎসংলগ্ন মেঘালয়ে অবস্থান করেছে। এর প্রভাবে শনিবার (৩১ মে) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (ঘণ্টা ৮৮ মিলিমিটারের চেয়ে বেশি) বর্ষণ হতে পারে।
সতর্কবার্তায় আরও বলা হয়, অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে। এছাড়া ভারি বর্ষণজনিত কারণে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/