• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন

অভ্যন্তরীন রুটের লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার / ৭৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে বরিশালে বৃহস্পতিবার ভোররাত থেকে টানা বৃষ্টি হচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ সব রুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। একই সঙ্গে নদীবন্দরগুলোতে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে।
ভোর থেকে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাস্তাঘাটে মানুষের চলাচল সীমিত হয়ে গেছে। চাকরিজীবীরা কর্মস্থলে যেতে ব্যাপক দুর্ভোগে পড়েছেন। এছাড়ও নগরীর নিম্নাঞ্চল পানিতে তলিয়ে যাওয়ায় বাসিন্দারা চরম দুর্ভোগে রয়েছেন।
লঞ্চ চলাচল বন্ধ থাকায় দ্বীপজেলা ভোলা, মেহেন্দগঞ্জ ও আশপাশের নদীবেষ্টিত এলাকাগুলোর সঙ্গে বরিশালের নৌযোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বন্ধ রয়েছে দৈনিক পত্রিকা সরবরাহও।
দৈনিক পত্রিকার বরিশাল অঞ্চলের বিক্রয় প্রতিনিধি আল আমিন জানান, অভ্যন্তরীণ রুটের সব লঞ্চ বন্দরে নোঙর করে রাখা হয়েছে। ফলে ভোলার বিভিন্ন উপজেলায় পত্রিকা সরবরাহ করা সম্ভব হয়নি।
ভোলার লঞ্চ যাত্রী আবদুর রহমান বলেন, বাড়ি যেতে টার্মিনালে পৌঁছে জানতে পারি লঞ্চ চলবে না। এখন চরম দুর্ভোগে পড়েছি।
বরিশাল নগরীর শ্রীনাথ চ্যাটার্জী লেনের বাসিন্দা ইফতি বলেন, বৃষ্টিতে এলাকার রাস্তাঘাটসহ নিচুঅংশের ঘরবাড়ি তলিয়ে গেছে। এ কারণে ঘরবন্দি হয়ে দুর্ভোগ পোহাচ্ছে নিম্নাঞ্চলের বাসিন্দারা।
বরিশাল বিআইডব্লিউটিএর বন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা জানান, বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল থেকেই অভ্যন্তরীণ রুটে চলাচলকার ছোট লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। এতে ভোলা, মেহেন্দীগঞ্জ, হিজলাসহ বিভিন্ন রুটে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ হয়ে গেছে। ঢাকা বরিশাল রুটের লঞ্চের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি।
বরিশাল পানি উন্নয়ন বোর্ডের জলানুসন্ধান বিভাগের উপ-সহকারি প্রকৌশলীর তাজুল ইসলাম জানিয়েছেন, বুধবার সকাল থেকে বিভাগের গুরুত্বপূর্ণ নদীর ১২টি পয়েন্টের মধ্যে ৬টি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বিভাগের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা তৈরী হয়েছে।
বরিশাল আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মাসুদ রানা রুবেল জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর ও নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত জারি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত বরিশালে ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। দিনভর বৃষ্টি অব্যাহত থাকতে পারে, তবে ধীরে ধীরে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/