বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুচিতা শারমিনের পদত্যাগের একদফা দাবিতে আমরণ অনশনে বসেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। উপাচার্যের বিরুদ্ধে অনিয়ম, কর্তৃত্ববাদী আচরণ এবং প্রশাসনিক স্বচ্ছতার অভাবের অভিযোগ তুলে শিক্ষার্থীরা এই কঠোর কর্মসূচি গ্রহণ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্ল্যাকার্ড হাতে অনশন চালিয়ে যাচ্ছেন শিক্ষার্থীরা। দীর্ঘদিনের অভিযোগ উপেক্ষিত হওয়ায় এই আন্দোলনকে শেষ আশ্রয় হিসেবে বেছে নিয়েছেন বলে জানিয়েছেন তারা।
এদিকে ববির গণ্ডি ছাড়িয়ে আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে নগরীর বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একের পর এক স্ট্যাটাস দিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করছেন। অনেকেই ব্যবহার করছেন প্রতিবাদী হ্যাশট্যাগ ।
খবর পাওয়া যায়, অনশনরত কয়েকজন শিক্ষার্থীর শারীরিক অবস্থা ইতোমধ্যে অবনতি হয়েছে। স্থাপন করা হয়েছে অস্থায়ী মেডিকেল সহায়তা কেন্দ্র, যেখানে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে অসুস্থ শিক্ষার্থীদের।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা পিছু হটবে না। সব ধরনের চাপে অবিচল থেকে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছেন তারা।
https://slotbet.online/