বরিশালের মেহেন্দিগঞ্জে ঘর উত্তোলন করে ১.৪৫ একর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ৭ ব্যক্তির বিরুদ্ধে। রোববার সকালে কাজিরহাটের ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় কাজিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগী মোতালেব হাওলাদার। এ তথ্য নিশ্চিত করেছেন কাজিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান। তবে অভিযুক্তদের দাবি, হাইকোর্টের রায় পেয়ে জমি পরিদর্শনে ঘটনাস্থলে গিয়েছিলেন।
অভিযুক্তরা হলেন, হেলাল বেপারী, রহিম মোল্লা, মনির মৃধা, জামাল হাওলাদার, আবদুল খালেক সরদার, সোহেল বেপারী ও মিজানুর রহমান। অভিযুক্তরা কাজিরহাটের ২ নম্বর লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের বাসিন্দা।
ভূক্তভোগী মোতালেব হাওলাদার অভিযোগ করে বলেন, ৪ বছর ধরে আমার কেনা এ জমি দখল করে আসছি। এই জমি নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ২০২০ সালে আদালতে মামলা করেছি। সেই মামলা চলমান থাকার পরও তারা রোববার ঘর তুলে জমি দখল করেছে। এ সময় দখল ঠেকাতে গেলে তারা আমাকে হুমকি দেয়।
অভিযুক্তদের একজন মনির মৃধা বলেন, বিরোধীয় ওই জমি আমাদের ভোগ-দখল করতে হাইকোর্ট রায় দিয়েছে। তাই জমি পরিদর্শনে গিয়েছিলাম, দখল করতে নয়। বিষয়টি নিয়ে মিমাংসার চেষ্টা চলছে।
মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় পরিবেশ স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
https://slotbet.online/