বরিশালের মেহেন্দিগঞ্জে ঘর উত্তোলন করে ১.৪৫ একর জমি দখলের অভিযোগ উঠেছে স্থানীয় ৭ ব্যক্তির বিরুদ্ধে। রোববার সকালে কাজিরহাটের ১ নম্বর আন্ধারমানিক ইউনিয়নে এ ঘটনা ঘটেছে।
ভূক্তভোগী মোতালেব হাওলাদারের অভিযোগ, দীর্ঘদিন ধরে আমার দখলে থাকা এ জমি ভোগ করে আসছি। আমার কেনা এ জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। তারপরও এ জমি দখলে নিতে অপচেষ্টা চালাচ্ছে স্থানীয় কয়েকজন। এর অংশ হিসেবে রোববার হেলাল বেপারী, রহিম মোল্লা, মনির মৃধা, জামাল হাওলাদার, আবদুল খালেক সরদার, সোহেল বেপারী ও মিজানুর রহমান আমার জমিতে ঘর উত্তোলন শুরু করে। এসময় জমি দখল ঠেকাতে গেলে তারা আমাকে হুমকি দেয়।
এ বিষয়ে জানতে অভিযুক্তদের মধ্যে কয়েক জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
মেহেন্দিগঞ্জের কাজীরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। ##
https://slotbet.online/