• বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ পূর্বাহ্ন

প্লাস্টিকের ড্রামভর্তি গাঁজাসহ আটক কারবারি

স্টাফ রিপোর্টার / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২১ মে, ২০২৫

পাচারকালে প্লাস্টিকের ড্রামভর্তি গাঁজাসহ পুলিশের হাতে আটক হয়েছে এক মাদক কারবারি। আটক নয়ন তালুকদার (১৯) বাগেরহাটের মোড়লগঞ্জ থানার বহরবুনিয়া ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের মিলন তালুকদারের ছেলে। বুধবার (২১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার।

তিনি জানান, গেল মধ্যরাতে বরিশাল-ঢাক মহাসড়কের গড়িয়ারপাড় বাসস্ট্যান্ড এলাকায় এসআই মো. তারিকুজ্জমান ও এএসআই মো. আজমল উদ্দিনের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে বানারীপাড়ার উদ্দেশ্যে যাত্রার জন্য যানবাহনের অপেক্ষায় থাকা নয়ন তালুকদারকে একটি নীল রঙের ড্রামসহ আটক করা হয়।

আটকের পর ড্রামের ভেতরে তল্লাশি চালিয়ে ১০ টি পলিথিনের প্যাকেট পাওয়া যায়। যার  প্রতিটি প্যাকেটে এক কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল।

আটককৃতর বিরুদ্ধে একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে জানিয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির শিকদার বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/