• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা বিএম কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ: নতুনদের হাতে আল কুরআন ও স্বপ্নের দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” জান-মালের নিরাপত্তা দিতে পারলেই হিন্দুরা সেই পক্ষেই ভোট দেবে বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ-জাতি : ইউজিসি ড. এস এম এ ফায়েজ ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা মেঘনায় অভিযানে ১১ জেলে আটক কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

স্টাফ রিপোর্টার / ১৫ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

বর্ণাঢ্য আয়োজনে বরিশালে উদযাপিত হয়েছে দেশের জনপ্রিয় শীর্ষ দৈনিক কালবেলা’র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় পত্রিকাটির বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রেসক্লাব প্রাঙ্গণ।

অনুষ্ঠানের শুরুতে কালবেলা’র বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা করা হয়। এরপর শুরু হয় আলোচনা সভা।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূঁইয়া প্রমুখ।

এসময় বক্তারা দৈনিক কালবেলার সাফল্য এবং কালবেলার বরিশাল ব্যুরো প্রধান মরহুম আরিফিন তুষারের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করা হয়।

বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় এবং কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন প্রমুখ।

আলোচনা সভা শেষে কেক কেটে কালবেলা’র তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিবৃন্দ। এসময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কালবেলার বাকেরগঞ্জ উপজেলা প্রতিনিধি উত্তম কুমার দাস, মেহেন্দিগঞ্জ উপজেলা প্রতিনিধি মো. ইউসফ আলী সৈকত, গৌরনদী প্রতিনিধি মো. হাসান মাহমুদ, আগৈলঝাড়া প্রতিনিধি বরুণ কুমার বাড়ৈ, বানারীপাড়া প্রতিনিধি মো. সুজন মোল্লা, হিজলা উপজেলা প্রতিনিধি গাজী মো. ইমরান হোসাইন ও মুলাদী প্রতিনিধি মো. রফিকুল ইসলাম রবিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/