সরকারি ব্রজমোহন কলেজ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের একাডেমিক জীবনের মানোন্নয়নের লক্ষ্যে “ক্যারিয়ার গাইডলাইন ও নবীন বরণ অনুষ্ঠান” অনুষ্ঠিত হয়েছে।
১৯ অক্টোবর ২০২৫ রোজ রবিবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত সরকারি ব্রজমোহন কলেজের বাস্কেটগ্রাউন্ড মাঠে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এতে অনার্স প্রথম বর্ষের ১,০০০-এর বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়ন, নেতৃত্বের গুণাবলী বিকাশ, চারিত্রিক মাধুর্যতা অর্জন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার বিষয়ে অনুপ্রেরণামূলক দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের মাননীয় অধ্যক্ষ ড. শেখ তাজুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ রাশেদুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় স্পোর্টস সম্পাদক হারুনুর রশিদ রাফি। সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু’র) সাবেক এজিএস শেখ নেয়ামুল করিম, এবং ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বরিশাল মহানগরীর সভাপতি হাসান মাহমুদ নাঈম ও সেক্রেটারি আব্দুর রহমান সুজন।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সরকারি ব্রজমোহন কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি শাহেদ খান, এবং সঞ্চালনা করেন সেক্রেটারি নাহিদ আল হাসান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও অর্থসহ পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়। এছাড়াও মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়, যা শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে আরও অধ্যবসায়ী হতে।
অনুষ্ঠানে ফিলিস্তিনের বিজয় কামনায় স্লোগান ও বিশেষ দোয়া করা হয়।
পাশাপাশি ফিলিস্তিনের সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীদের মধ্যে ফিলিস্তিনি মাফলার প্রদান করা হয়।
অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের সৎ দক্ষ আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরির ব্যাপারে শিক্ষার্থীদের বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আলোচনা শেষে নবীন শিক্ষার্থীদের খাবার ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
https://slotbet.online/