ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, হিন্দু ভোটাররা যারা একসময় আওয়ামী লীগকে ভোট দিতেন, তাদের জান-মালের নিরাপত্তা দিতে পারলেই তারা এবার সেই পক্ষেই ভোট দেবে।
সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার এবং খুনিদের দৃশ্যমান বিচারের দাবিতে শনিবার বিকেলে চাঁদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে সদর উপজেলা ইসলামী আন্দোলনের গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ফয়জুল করীম বলেন, অনেকে আমাকে বলেন-আওয়ামী লীগ ও হিন্দু ভোটাররা, যারা আওয়ামী লীগে ভোট দিতেন, এখন কাকে ভোট দেবেন? আমি বলেছি, যারা আওয়ামী লীগ ও হিন্দু ভোটারদের জান-মালের নিরাপত্তা দিতে পারবে, তারাই এবার তাদের ভোট পাবেন। এতে কোনো সন্দেহ নেই।
তিনি আরও বলেন, হিন্দুদের জান-মালের নিরাপত্তা একমাত্র ইসলামী আন্দোলনের প্রার্থীরাই দিতে পারবেন। তাদের হাতেই এসব ভোটার নিরাপদ থাকবেন। কারণ ইসলাম এমন এক ধর্ম, এমন এক আদর্শ-যারা ইসলাম অনুযায়ী চলে, তারা আদর্শবান হয়ে যায়।
https://slotbet.online/