• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা বিএম কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ: নতুনদের হাতে আল কুরআন ও স্বপ্নের দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” জান-মালের নিরাপত্তা দিতে পারলেই হিন্দুরা সেই পক্ষেই ভোট দেবে বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ-জাতি : ইউজিসি ড. এস এম এ ফায়েজ ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা মেঘনায় অভিযানে ১১ জেলে আটক কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

স্টাফ রিপোর্টার / ৯ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, ডিসেম্বরের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিচার সম্পন্ন হওয়ার আগে আওয়ামী লীগ নির্বাচনে অংশ গ্রহন করতে পারবেনা। তবে সমর্থকদের ভোট দিতে বাঁধা নেই। তারা ভোট না দিলে এর কোন প্রভাব পরবে না বলেও মন্তব্য করেন তিনি।

সিইসি বলেন, এর আগে একাধিকবার বলেছি, নির্বাচন কমিশনের তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেয়ার কোন সুযোগ নেই। বিগত সময়ের মত কোনো গোয়েন্দা সংস্থা দ্বারা প্রভাবিত হবে না নির্বাচন কমিশন। নীতিমালায় নির্বাচনকালে সাংবাদিকদের সংবাদ সংগ্রহে বাঁধাগ্রস্ত হয় তেমন কিছু রাখা হবে না বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

শনিবার বিকেলে বরিশাল নগরীর সার্কিট হাউজের সভাকক্ষে বিভাগীয় প্রশাসন ও আঞ্চলিক নির্বাচন অফিসের আয়োজনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন।

বরিশাল বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন।

সভায় বরিশাল রেঞ্জের ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার, প্রতিটি জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, র্যাব- ৮ এর অধিনায়ক, ডিজিএফআইয়ের কর্মকর্তা, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, আনসার ও ভিডিপির কর্মকর্তা সহ প্রকাশনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বরিশাল জেলা ও বিভাগের নির্বাচন কার্যলয়ের নির্বাচন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/