• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা বিএম কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ: নতুনদের হাতে আল কুরআন ও স্বপ্নের দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” জান-মালের নিরাপত্তা দিতে পারলেই হিন্দুরা সেই পক্ষেই ভোট দেবে বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ-জাতি : ইউজিসি ড. এস এম এ ফায়েজ ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা মেঘনায় অভিযানে ১১ জেলে আটক কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

সাবেক চেয়ারম্যান মোস্তফা মিয়াজির মৃত্যুতে ভোলায় শোকের ছায়া

এইচ আর সুমন , ভোলা / ১০১ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

ভোলা সদর উপজেলার আলীনগর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, ভোলা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, জেলা কৃষক দলের সাবেক সফল সভাপতি ও বর্তমান জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, প্রবীণ রাজনীতিবিদ মোস্তফা মিয়াজি ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।)

আজ বুধবার ভোর ৫টা ১০ মিনিটে ঢাকার ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, চার ছেলে, তিন মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিল রোগে ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
আজ বুধবার মাগরিব নামাজের পর ভোলা শহরের যুগীরঘোল কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে নিজ বাড়ি আলীনগরের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
মোস্তফা মিয়াজির মৃত্যুতে ভোলা জেলা বিএনপি পরিবারসহ পুরো রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শোক জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র অন্যতম সদস্য হায়দার আলী লেলিন, জাতীয় বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুছ, জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান, এনামুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির অন্যতম যুগ্ন সম্পাদক ও ভোলার ২ আসনের বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ উল্ল্যাহ চৌধুরী ফয়সাল, উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
নেতৃবৃন্দ বলেন, মোস্তফা মিয়াজি ছিলেন একজন সৎ, আদর্শবান ও জনগণের নিবেদিতপ্রাণ নেতা। তার মৃত্যু ভোলা জেলা বিএনপি এবং আলীনগরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তার জন্য জান্নাতের উচ্চ মাকাম প্রার্থনা করেছেন। আমিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/