দীর্ঘ প্রতীক্ষার অবসান। অবশেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গঠিত হতে যাচ্ছে ছাত্রসংসদ। বিশ্ববিদ্যালয়ের একঝাঁক তরুণ শিক্ষার্থী বলছেন, এ উদ্যোগ তাদের গণতান্ত্রিক চর্চার এক নতুন অধ্যায় খুলে দেবে। প্রশাসনের দাবিও একই, এটি হবে বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক রাজনীতির এক স্থায়ী প্ল্যাটফরম। গঠিত হয়েছে তিন সদস্যের কমিটি, প্রায় শেষ পর্যায়ে গঠনতন্ত্র প্রণয়নের কাজ।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা গেছে, ছাত্র সংসদ গঠনের লক্ষ্যে সম্প্রতি তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির দায়িত্ব, সংসদের খসড়া গঠনতন্ত্র তৈরি। কমিটির আহ্বায়ক হলেন ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তাজিজুর রহমান, সদস্য হচ্ছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ফরহাদ উদ্দিন ওরফে জাভেদ এবং সদস্য সচিব আইন বিভাগের প্রভাষক মো. ছোটন আলী।
কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, খসড়া গঠনতন্ত্রের কাজ প্রায় শেষ পর্যায়ে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের মাধ্যমে সেটি শিগগিরই উপাচার্যের কাছে জমা দেওয়া হবে। এরপর তা সিন্ডিকেট সভায় অনুমোদনের জন্য তোলা হবে। এক সদস্য বলেন, উপাচার্যের মৌখিক নির্দেশে সেপ্টেম্বর থেকেই আমরা কাজ শুরু করেছি।
গঠনতন্ত্রের কাজ প্রায় শেষ।
কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন, তারা কাজ প্রায় গুছিয়ে এনেছেন। তবে কিছুটা বিলম্ব হয়েছে। কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক তাজিজুর রহমানের মায়ের অসুস্থতা ও মৃত্যুতে প্রক্রিয়াটি খানিকটা পিছিয়েছে। তবু সদস্যরা আশাবাদী, অল্পসময়ের মধ্যেই গঠনতন্ত্র দাখিল করা সম্ভব হবে।
দুটি স্তরের কাঠামো
খসড়া গঠনতন্ত্রে বলা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ে গঠিত হবে দুটি সংসদ, কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ। কেন্দ্রীয় সংসদে ভিপি, জিএসসহ ১২টি সম্পাদকীয় এবং ১৩টি সদস্য পদে সরাসরি ভোটে নির্বাচন হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকবেন পদাধিকারবলে সভাপতি হিসেবে, আর কোষাধ্যক্ষ পদে থাকবেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ বা একজন জ্যেষ্ঠ শিক্ষক।
অন্যদিকে, বিশ্ববিদ্যালয়ের চারটি হলে পৃথক চারটি হল সংসদ গঠিত হবে। প্রতিটি হলে ভিপি, জিএসসহ ১৩টি পদে সরাসরি নির্বাচন হবে। প্রভোস্ট সভাপতি এবং একজন আবাসিক শিক্ষক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন।
রোকেয়া মডেলে নতুন সংযোজন
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্রকে আদল হিসেবে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গঠনতন্ত্র তৈরি করা হচ্ছে। তবে এখানে যোগ হচ্ছে কিছু নতুন ধারা। কেন্দ্রীয় সংসদে ১৫-২০টি এবং হল সংসদে ২৫-৩০টি ধারা সংযোজনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধারার সঙ্গে উপধারা যুক্ত থাকবে, যাতে দায়িত্ব, অধিকার ও কার্যপ্রণালি স্পষ্ট থাকে।
গঠনতন্ত্র অনুযায়ী, কেন্দ্রীয় ও হল সংসদের নির্বাচন একই দিনে এবং একই ব্যালট পেপারে অনুষ্ঠিত হবে। তবে ভোটগ্রহণ পদ্ধতি, ইলেকট্রনিক না ব্যালট, সেটা নির্ধারিত হবে সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে। এই খসড়া গঠনতন্ত্র সিন্ডিকেটে পাস হবার পর নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে। তবে সেটি কবে নাগাদ হতে পারে, সেটি কেউ নিশ্চিত করতে পারেননি।
গণতন্ত্রের নতুন দ্বার
জুলাই আন্দোলনে একেবারে প্রথম সারির যোদ্ধা ছিলেন শিক্ষার্থী সুজয় বিশ্বাস শুভ। তিনি মুঠোফোনে কালের কণ্ঠকে বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর এই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে ছাত্র সংসদ গঠনের উদ্যোগ নেওয়া হলো। যদি পরিকল্পনা বাস্তবায়িত হয়, তবে বরিশাল বিশ্ববিদ্যালয় পাবে এমন এক ইতিহাস, যেখানে শিক্ষার্থীদের কণ্ঠস্বর প্রথমবারের মতো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশের মতে, এই উদ্যোগ বরিশাল বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক চর্চার নতুন দিগন্ত খুলে দেবে। শিক্ষার্থী সংগঠনগুলোও প্রস্তুতি নিতে শুরু করেছে। তবে প্রশাসনের ভাষায়, সব প্রক্রিয়া সম্পন্ন না হলে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে না। বিশ্ববিদ্যালয়ের এক জ্যেষ্ঠ শিক্ষক বলেন, ‘গঠনতন্ত্রে যদি স্বচ্ছতা ও অংশগ্রহণ নিশ্চিত করা যায়, তবে এটি শুধু একটি নির্বাচন নয় বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক বিকাশের স্থায়ী প্ল্যাটফরম হয়ে উঠবে।
রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ বিষয়ক কোনো আইন নেই। রাষ্ট্রপতির মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে কাজ শুরু হবে। তারই অংশ হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের আওতায় বাকসুর গঠনতন্ত্র/বিধিবিধান প্রণয়নের জন্য ৫ অক্টোবর তিন সদস্যের কমিটি গঠন গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত গঠনতন্ত্র তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নিয়ে আমরা কার্যক্রম শুরু করেছি। গঠনতন্ত্র প্রণয়নের বিষয়ে একটা কমিটি করা হয়েছে। খসড়া গঠনতন্ত্র নিয়ে সিন্ডিকেটে আলোচনার পর তা সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন শেষে চূড়ান্ত হবে। এই কাজ শেষ করে তবে কবে নাগাদ নির্বাচন কার্যক্রম শুরু হবে, এই মুহূর্তে সঠিক সময়টা বলা যাচ্ছে না।
https://slotbet.online/