বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃত অন্য দুইজন হলেন মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান ও মিরাজ শিকদার। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।
তিনি জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় তাদের নাম রয়েছে। মামলাগুলোতে তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এর আগে আজ সোমবার সকালে নগরীর ১০ নং ওয়ার্ড থেকে যুবলীগের দুই নেতাকে মাসুম খান ও আউয়াল খানকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।
https://slotbet.online/