পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্নিঝড় ‘মোন্থা’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকা অবস্থান করছে। এটি গত মধ্যরাতে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা সমুদ্র বন্দর থেকে ১১৭৫ কিলোমিটার দক্ষিনপশ্চিমে অবস্থান করছিলো। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিনত হতে পারে।
এটি আজ বুধবার সন্ধ্যা বা রাত নাগাদ ভারতের অন্ধপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর তেমন প্রভাব পড়েনি কলাপাড়ার উপকূলীয় এলাকায়। তবে মঙ্গলবার সকাল থেকে তীব্র রোদের সঙ্গে তীব্র গরম অনুভুত হচ্ছে। গতকাল কলাপাড়ায় দেশের সবেচেয়ে বেশি ৩৫.৯ ডিগ্রী প্রবল ঘূর্নিঝড়ে পরিনত হতে পারে মোন্থা, বন্দরে ০২ নম্বর হুশিয়ারী সংকেত তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন শ্রমজীবিরা। ঘূর্নিঝড় মোন্থার প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার শংকায় পায়রা, চট্রগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০২ নম্বর হুঁশিয়ারী সংকেত দেখিয়ে যেতে বলেছ আবহাওয়া অফিস। সকল মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে।
মহিপুর ফয়সাল ফিস’র সত্বাধিকারী ইউপি চেয়ারম্যান মো ফজলু গাজী বলেন, অবরোধ শেষ হতে না হতেই আনার আবহাওয়া খারাপ জানিনা এ বছর জেলেদের ভাগ্যে কি আছে।তবে সমুদ্রে থাকা সকল মাছধরা ট্রলারের জেলেদের সতর্কতার সহিত সাগরে মাছ ধরতে বলা হয়েছে এবং সমুদ্র কিনারায় এসে নিরাপদে মাছ ধরতে বলা হয়েছে।
এ রকম আরো সংবাদ...