• বুধবার, ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৩৫ অপরাহ্ন

বহিস্কৃত সমন্বয়ক মারজুককে গণধোলাই

স্টাফ রিপোর্টার / ৫৯ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

বরিশালের বহিস্কৃত সমন্বয়ক মারজুক আব্দুল্লাহকে মিথ্যা মামলা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে বিক্ষুব্ধ জনতা গণধোলাই দিয়েছে। পরে হামলাকারীরাই তাকে (মারজুক) হাসপাতালে ভর্তি করেছেন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মারধরের শিকার মারজুক আবদুল্লাহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় একটি মামলার বাদি। তার (মারজুক) ওপর হামলার ঘটনায় এখনও থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর নগরীর জিলা স্কুল মোড়ে মারজুক আব্দুল্লাহ রিকশা থেকে নামার পরপরই বিক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ধরে গণধোলাই দেয়। হামলাকারীদের অভিযোগ ছিলো-২০২৪ সালের ৫ আগস্টের পরবর্তী সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটির সমন্বয়ক মারজুক আব্দুল্লাহ নিরীহ মানুষকে মিথ্যা মামলায় জড়িয়ে অর্থ আদায় করেছেন। এসব কর্মকান্ডে ভূক্তভোগিরা তার ওপর দীর্ঘদিন থেকে ক্ষুব্ধ ছিলো। জানা গেছে, হামলার খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে মারজুককে উদ্ধারের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়।

হামলার একপর্যায়ে মারজুক গুরুত্বর অসুস্থ্য হয়ে পরলে হামলাকারীরাই মারজুককে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। হামলার বিষয়ে মারজুক আব্দুল্লাহ কোন কথা বলতে রাজি না হলেও শুধু বলেছেন-আমি সুস্থ্য হয়ে আইনের আশ্রয় নিবো।

সূত্রমতে, মারজুক আব্দুল্লাহর বিরুদ্ধে দীর্ঘদিন থেকে প্রতারণা, চাঁদাবাজি ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের কারণে তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলা কমিটির সমন্বয়কের পদ থেকে বহিস্কার করা হয়।

সূত্রে আরও জানা গেছে, মারজুক পটুয়াখালীতে ডাকাতিসহ দুটি মামলার এজাহারভুক্ত আসামি। একটি মামলায় তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। কয়েকদিন আগে সেই মামলায় জামিনে বের হয়ে মারজুক বরিশালে আসার পরেই গণপিটুনির শিকার হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/