• সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
গাজা ও জুলাইয়ের শহীদদের স্মরণে দোয়া, হাতেম আলি কলেজে বা.গ.ছা.স’র প্রথম পরিচিতি সভা বিএম কলেজে ছাত্রশিবিরের নবীন বরণ: নতুনদের হাতে আল কুরআন ও স্বপ্নের দিকনির্দেশনা বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “ন্যাশনাল ইয়ুথ রিসার্চ সামিট ২০২৫” জান-মালের নিরাপত্তা দিতে পারলেই হিন্দুরা সেই পক্ষেই ভোট দেবে বিমানবন্দরে আগুনের সূত্রপাত যেখান থেকে তরুণদের দিকে তাকিয়ে আছে দেশ-জাতি : ইউজিসি ড. এস এম এ ফায়েজ ২২ দিনের নিষেধাজ্ঞা, ট্রলার ও জাল মেরামতে ব্যস্ত জেলেরা মেঘনায় অভিযানে ১১ জেলে আটক কলাপাড়ায় ছয় ব্যবসায়ীকে ৩২ হাজার টাকা জরিমানা ডিসেম্বরেই সংসদ নির্বাচনের তফসিল : সিইসি

সাগরকন্যা কুয়াকাটায় বর্ষার ঢেউয়ে মেতেছে পর্যটক

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া / ৪৯ পড়া হয়েছে
প্রকাশিত : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

পটুয়াখালীর সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে সাপ্তাহিক ছুটির দিনে চোখে পড়ার মতো পর্যটকদের ভিড় দেখা গেছে।শুক্রবার সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে কখনো কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টিকে উপেক্ষা করে হাজারো পর্যটক বর্ষার উন্মত্ত ঢেউ উপভোগ করতে সৈকতের জিরো পয়েন্ট থেকে দু’পাশে ভিড় জমায়।
দুপুর পর্যন্ত সৈকতের বিভিন্ন স্পটে নারী-পুরুষ-শিশুসহ সব বয়সী মানুষকে ঢেউয়ের মিতালীতে দুলতে, ছবি তুলতে এবং সমুদ্রে গোসল করতে দেখা গেছে।
ঢাকা থেকে আসা পর্যটক রাশেদুল ইসলাম বলেন, বৃষ্টির মধ্যেও কুয়াকাটার বড় বড় ঢেউ উপভোগ করতে অসাধারণ লাগছে। পরিবার নিয়ে আসায় আনন্দটা আরও বেড়েছে।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, কক্সবাজার অনেকবার গিয়েছি,কুয়াকাটায় আসা হয়নি, তাই বর্ষার ঢেউয়ের মজা নেওয়ার জন্যই আসা।এখসনে এসে দেখি ভালোই পর্যটক।  সৈকতে অনেক ভিড় থাকলেও সবার মধ্যে আনন্দ-উৎসবের আমেজটা আলাদা।
সমুদ্র পায়ের ক্ষদ্র ব্যবসায়ী মহিবুল্লাহ বলেন, কয়েকদিন বৈরী আবহাওয়ায় পর্যটক শূন্য ছিলো কুয়াকাটা।আজ সাপ্তাহিক ছুটি উপলক্ষে বেশ ভালোই পর্যটকদের ভীড় লক্ষ করা যাচ্ছে। বেচা-কেনাও মোটামুটি আলহামদুলিল্লাহ।
হোটেল মোটেল এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জুয়েল ফরাজী জানান, বীচ লাগোয়া হোটেলগুলোতে শতভাগ বুকিং হলেও  শহরের ভেতরের হোটেল-মোটেলে ৫০ থেকে ৬০ শতাংশ বুকিং রয়েছে। ছুটির দিনে পর্যটকদের ভিড় কুয়াকাটা অর্থনীতিতে প্রাণ ফিরিয়ে এনেছে।
 কুয়াকাটা টুরিস্ট পুলিশ জোনের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সৈকতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিরাপদে ঢেউ উপভোগে পর্যটকদের সতর্ক থাকতে হ্যান্ড মাইক দিয়ে বারবার অনুরোধ করা হচ্ছে। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টুরিস্ট পুলিশ।
কুয়াকাটা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মো ইয়াসিন সাদেক বলেন, বর্ষার মৌসুমে কুয়াকাটার সমুদ্র সৈকতে যে বিশাল ঢেউ দেখা যায়, তা পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে। ছুটির দিনে সেই ঢেউয়ের উচ্ছ্বাসে মেতে উঠেছে বেশ পর্যটক। পর্যটকদের নিরাপত্তায় কুয়াকাটা পৌরসভা, টুরিস্ট পুলিশ,মহিপুর থানা পুলিশ সহ কলাপাড়া উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/