• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

পি আর পদ্ধতিতেই আগামী নির্বাচন হতে হবে : ফয়জুল করীম

স্টাফ রিপোর্টার / ৩২ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার ,সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর শাখার উদ্যেগে ৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ অনুষ্ঠিত ।

আজ ২১ আগস্ট বিকেলে নগরীর গির্জা মহল্লা ( বিবির পুকুর উওর পাড় ) প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে নগর সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর বরিশালের মাটি ও মানুষের আস্থাভাজন নেতা মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই বলেন—
“শিক্ষা, চরিত্র, দেশ ও দীন গঠনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ভোগবাদী সংস্কৃতি ও নৈতিক অবক্ষয়ের এই সময়ে ছাত্রসমাজকে আদর্শবান, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে দেশ ও জাতির কল্যাণে ছাত্রসমাজকে আদর্শিক ও নৈতিক ভিত্তির ওপর গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। নীতি-নৈতিকতা, আদর্শ, শৃঙ্খলা ও ইসলামী চেতনাই একটি আদর্শ জাতি গঠনের মূলভিত্তি।

তিনি আরও বলেন শুধুমাত্র নির্বাচনের জন্য গণঅভ্যুত্থান সংগঠিত হয় নাই।আগামী নির্বাচনের আগে অবশ্যই সংস্কার হতে হবে।আগামী নির্বাচন অবশ্যই পি আর পদ্ধতিতে হতে হবে।

ছাত্র সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেত্রুটারী জেনারেল মুহাম্মাদ মিশকাতুল ইসলাম বলেন শিক্ষার্থীরা জাতির প্রাণশক্তি, তাদেরকে সঠিক পথে গড়ে তুলতে না পারলে জাতীয় উন্নয়ন সম্ভব নয়।
আধুনিক শিক্ষা ও প্রযুক্তির পাশাপাশি ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিতে হবে।
মাদক, সন্ত্রাস, সাইবার অপরাধ ও অশ্লীল সংস্কৃতি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সমাজের প্রতিটি স্তরে কাজ করতে হবে।

ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি প্রফেসর মুহাম্মাদ লোকমান হাকীম,সিনিয়র সহ-সভাপতি সৈয়দ নাছির আহমেদ কাওছার,সেক্রেটারী মাওলানা মুহাম্মাদ আবুল খায়ের,ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান,ইসলামী আইনজীবী পরিষদ বরিশাল মহানগর সভাপতি এডভোকেট শেখ আব্দুল্লাহ নাসির, জাতীয় শিক্ষক ফোরাম বরিশাল মহানগর সেক্রেটারী আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া,ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সভাপতি মুহাম্মাদ রেজাউল করীম।
বিশেষ বক্তা হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা সভাপতি এম এম সালাউদ্দীন, বি এম কলেজ সভাপতি জিয়াউর রহমান নাঈম,ববি সভাপতি হাসিবুল ইসলাম, চরমোনাই আলিয়া সাধারণ সম্পাদক আব্দুর রহিম প্রমুখ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/