স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন থেকে নিষিদ্ধ ঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ১৯ আগস্ট দুপুর ১টার দিকে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটকৃত ওই ছাত্রলীগ নেতার নাম হোসাইন আল সুহান। তিনি বরিশাল সিটি কর্পোরেশন এর সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর অনুসারী। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান।
জানা গেছে, ছাত্রলীগ নেতা হোসাইন আল সুহানের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। স্বাস্থ্যকর সংস্কার আন্দোলনের আড়ালে ছাত্রলীগের এজেন্ডা বাস্তবায়নে নেমেছিল হোসাইন আল সুহান।
এদিকে দুপুর সাড়ে ১২ টায় বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকের উপর হামলার প্রতিবাদ ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে ডক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন করেছে। মঙ্গলবার আন্দোলনের ২৩ তম দিনে বরিশাল ডিসি অফিস ঘেরাও ও স্মারক লিপি প্রদানের কর্মসূচি ছিল আন্দোলনকারীদের।
সকাল ১১ টায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও আন্দোলনকারীরা তা করেনি। তবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি করার প্রস্তুতির সময় ছাত্রলীগের ওই ক্যাডারকে গ্রেফতার করা হয়।
https://slotbet.online/