• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১০ অপরাহ্ন

স্বাস্থ্য খাতের সংস্কার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষনা

স্টাফ রিপোর্টার / ৪১ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ সারা দেশের স্বাস্থ্য খাতের সংস্কারে দাবিতে আমাদের আন্দোলন চলমান আছে এবং যা অব্যাহত থাকবে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) শেবাচিম হাসপাতালের সামনে আন্দোলনের যুক্ত থাকা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর লাঠিচার্জ সহ বিভিন্নভাবে হামলা চালানো হয়েছে। এই হামলার ঘটনার প্রতিবাদে আগামীকাল রোববার ( ১৭ আগস্ট) বেলা ১১ টায় আমরা সাধারণ শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ মিলে মিছিল বের করা হবে। এই কর্মসূচিতে সকল স্তরের মানুষদের অংশগ্রহণ করার  আহ্বান জানানোর পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের সংস্কারের জন্য প্রত্যেক জায়গা থেকে আন্দোলন গড়ে তুলুন।’ দেশের খ্যাতিমান ছাত্রনেতা ও আন্দোলনের প্রধান সমন্বয়কারী মহিউদ্দিন রনি শনিবার ( ১৬ আগস্ট) বেলা বারোটায় বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
তিনি আরো বলেন, স্বাস্থ্য খাতের এই ভয়াবহ সিন্ডিকেটকে আমাদের ভাঙতে হবে। এবং দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। এ আন্দোলনের সাথে শিক্ষক, ছাত্র, শ্রমিক, অভিভাবক ও শ্রমজীবী মানুষ সহ সব শ্রেণি-পেশার মানুষই সম্পৃক্ত রয়েছে। আন্দোলনের গত ২০ দিনে ঘটে গেছে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা।
তারা শিক্ষার্থীসহ সাধারণ মানুষের উপর হামলা করেছে লাঠিচার্জ করেছে তা বরিশালের মানুষ সহ সারা দেশের সবাই অবগত আছে।  আমরা আমাদের আন্দোলন শান্তিপূর্ণভাবে চালিয়ে যাচ্ছি। যে সিন্ডিকেট গুষ্টির বিরুদ্ধে আমরা নেমেছি,সেই দালাল চক্র আমাদের স্কুল শিক্ষার্থী মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে।
তারা আমাদের উপর হামলা করার পরে রাতের বেলা পরিচালকসহ সকল স্টাফ ও দালালদের নিয়ে বুনো উল্লাস করেছে। খিচুড়ি পার্টির আয়োজন করেছে। আপনারা জানেন গতকাল ছিল ১৫ আগস্ট, তারা ১৫ আগস্ট উপলক্ষ্যে আগের দিন রাতেই কাঙ্গালির ভোজের আয়োজন করেছে। এবং পরের দিন ১৫ই আগস্ট দুপুর বেলায় তেহেরি পার্টি করেছে। আমরা এই ঘটনা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
স্বাস্থ্যের ডিজি বরিশালে আসার পর উনি যে উসকানি দিয়েছে। তার নির্দেশেই পরিচালকের সংশ্লিষ্টতা এই হামলাটি তারা ঘটিয়েছে। আমরা এই ন্যাক্কারজনক হামলার পূর্ণ বিচার চাচ্ছি রাষ্ট্রের কাছে। আমাদের ভাই-বোনদের উপর এবং আমাদের মায়ের উপর যে হামলা হয়েছে আমরা তার পূর্ণ বিচার চাচ্ছি। আমরা প্রত্যেকের কাছে বলতে চাই আমরা কাউকে ভয় পাই না, আমাদেরকে যত মারবেন আমরা তত সংগঠিত হব। আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। গত ২৪ এর আন্দোলনে আমরা তার প্রমাণ দিয়েছি। আমাদের এই আন্দোলন স্থগিত করিনি।  দালালমুক্ত সিন্ডিকেট মুক্ত স্বাস্থ্য খাতের সুদিন ফিরে আসা না পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/