• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

স্বাস্থ্যখাত সংস্কারের দাবীতে ব্লকেড কর্মসূচী অব্যাহত,আমরণ অনশনে ছাত্র জনতা

প্রতিনিধি / ২৪ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশের স্বাস্থ্য খাতের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদ ও ৩ দফা দাবী আদায়ে মঙ্গলবার (১২ আগস্ট) বরিশাল ব্লকেড কর্মসূচি চলছে।

টানা ৬ষ্ঠ দিনের মত শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল এলাকায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জড়ো হয়ে দাবী আদায়ে ব্লকেড করেছেন। এতে সেখানে যান চলাচল বন্ধ হয়ে গেছে। চরম ভোগান্তিতে পরেছেন চলাচলকারীরা।

আন্দোলনকারীরা জানান, বরিশাল শের-ই-বাংলা মেডিকেলসহ সারাদেশে স্বাস্থ্যসেবা নিশ্চিতে আজ ১৬তম দিনে গড়ালো এই আন্দোলন।

তারা অভিযোগ করেন, শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার বেহাল দশা। মান উন্নয়নে বছরের পর বছর ধরে দাবী জানালেও স্বাস্থ্য দপ্তর কোন ভ্রুক্ষেপ করেনা। বাধ্য হয়ে তারা ৬ষ্ঠ দিনের মত মঙ্গলবার সকাল ১১টা থেকে ব্লকেড কর্মসূচি শুরু করেছেন।

অন্যদিকে, এই দাবীতে শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান গেটের সাসনে বেশ কয়েকজন শিক্ষার্থী সোমবার সকাল ১০ টা থেকে আমরণ অনশণ শুরু করেছেন।

এছাড়াও শহরের সদর রোড এলাকা আটকে বেলা সাড়ে ১১ টা থেকে অবরোধ কর্মসূচী পালন করছে বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/