বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ সারাদেশে স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তি ও হয়রানির বিরুদ্ধে বরিশাল ব্লকেড কর্মসূচি করেছে ছাত্র-জনতা। এ সময় সেনাবাহিনীর সাথে আন্দোলনকারী ছাত্র-ছাত্রীদের সাথে বাক বিতন্ডা হয়। পরে সেনাবাহিনীর সদস্যরা সরে যান।
আজ রবিবার ১৪ তম দিনের মত এই আন্দোলন করছে তারা। রবিবার সারে ১১টার দিকে নগরীর নথুল্লাবাদ এলাকায় ঢাকা – বরিশাল মহাসড়ক আটকে দেন আন্দোলনকা্রীরা। এ সময় নানা ধরনের স্লোগান দেন তারা।
আন্দোলনকারীরা বলেন, দীর্ঘদিন ধরে সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারনে মানুষ চিকিৎসা পায় না। স্বাস্থ্যখাতের এই সিন্ডিকেট ভাঙতে হবে। এছাড়া ১৪ তম দিনের মত সংস্কারের দাবিতে আন্দোলন চললেও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে কোন ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি কিংবা আলোচনায় বসেন। দ্রুত এই সমস্যার সমাধান না হলে এই ব্লকেট কর্মসূচি চলবে বলে হুঁশিয়ারি তাদের।
পরে বিলে ৪ টায় হাসপাতালের সংস্কারের দাবীতে লাগাতার কর্মসূচিতে একাত্মতা ঘোশনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম শায়খে চরমোনাই। তিনি নথুল্লাবাদে উপস্থিত হয়ে চলতি আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন আমাদের এই যৌক্তিক দাবী সরকার মেনে না নিলে আগামীতে আরো কঠোর কর্সূচী ঘোষনা করেদক্ষিনাঞ্চল অচল করে দেওয়া হবে।
আন্দোলনে সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
মহা সড়ক অবরোধের কারনে রাজধানীর সাথে কুয়াকাটা সহ বিভাগের ৬ জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পরেন যাত্রীরা।
https://slotbet.online/