চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সাংবাদিক হিসেবে পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও ইতিবাচক ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকারের সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কর্তৃক সম্মাননা পেলেন জ্যেষ্ঠ সাংবাদিক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সভাপতি জাকির হোসেন৷ রোববার (৩ আগস্ট) বিকেলে ঢাকার তথ্য ভবনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা প্রদান করেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাউসার আহাম্মদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার নিজামূল কবীর, গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক, প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ প্রমুখ।
১৯৮৮ সালে একাত্তরের রণাঙ্গনের পত্রিকা দৈনিক বিপ্লবী বাংলাদেশ-এর মাধ্যমে সাংবাদিকতা জীবনের সূচনা হয় জাকির হোসেনের৷ আজকের বার্তা, বাংলাদেশ বেতারের বরিশাল কেন্দ্রে সাংবাদিকতা করেছেন৷ বাংলাদেশ প্রতিনিধি হয়ে ভারতের দৈনিক মানুষ পত্রিকা, যুগশঙ্খ ও বিপ্লবী সংবাদ দর্পণ-এ দায়িত্ব পালন করেন৷ বর্তমানে বাংলাদেশ প্রতিনিধি ও নিউজ কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছেন ভারতের ইংরেজি দৈনিক ইস্টার্ন ক্রনিকল ও মিজোরাম পোস্ট-এ৷ বরিশাল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘকাল দায়িত্ব পালন করেছেন তিনি৷
https://slotbet.online/