• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৪ অপরাহ্ন

বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার / ৪০ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’প্রতিপাদ্যে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৫ আজ (বৃহস্পতিবার) নগরীর বেলস্ পার্ক মাঠে উদ্বোধন হয়েছে। বরিশাল জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব ।

উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত বিভাগীয় কমিশনার বলেন, গাছ আমাদের অস্তিত্বের সাথে জড়িত। নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ খুবই গুরুত্বপূর্ণ। একেকটি বৃক্ষ একেকটি মানবিক মানুষের মতো। মানবিক মানুষ যেমন সমাজকে সুন্দর করতে সহযোগিতা করে তেমনি প্রতিটি বৃক্ষও পরিবেশ রক্ষায় অবদান রাখে। শুধু গাছের চারা রোপণ করলে হবে না, চারাগুলো যাতে নির্বিঘ্নে বেড়ে উঠে, গরু-ছাগলের হাত থেকে রক্ষা পায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। অগোছালোভাবে চারা রোপণ না করে পরিকল্পিতভাবে রোপণ করতে হবে।

তিনি আরও বলেন, নতুন প্রজন্মের কাছে দেশীয় গাছের চারার পরিচিতি বৃদ্ধির জন্য বৃক্ষ মেলা খুবই গুরুত্বপূর্ণ। সারাদেশে মেলার আয়োজনের মাধ্যমে গাছের উপকারিতা সর্ম্পকে শিক্ষার্থীদের গাছের চারা রোপণে উৎসাহী করতে হবে। এসময় তিনি বাড়ির আশেপাশে এবং ছাদবাগানে ওষধি ও ফলজ গাছ রোপণ করতে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপকূলীয় অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দিন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার রুনা লায়লা। এছাড়া বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, বরিশাল সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ কবির হোসেন পাটোয়ারী, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ছাত্র প্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে বিকালে সার্কিট হাউজ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‍্যালি শুরু হয়ে বেলস্ পার্ক মাঠে শেষ হয়। র‍্যালি শেষে মেলার উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। ১৫ দিনব্যাপী এ বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আগামী ১৪ আগস্ট শিল্পকলা একাডেমিতে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/