• মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন

শেবাচিম হাসপাতালের অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি

তৌহিদুল ইসলাম রোহান / ১৫৮ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চলমান জনদুর্ভোগ, ডাক্তার সংকট ও কাঠামোগত অব্যবস্থাপনার বিরুদ্ধে সমন্বিত সংস্কারের দাবিতে বরিশালে অবস্থান কর্মসূচি করেছে ছাত্র জনতা। ‎আজ বেলা ১১ টায় নগরীর অশ্বিনীকুমার হল চত্বরে সর্বস্তরের ছাত্র জনতার ব্যানারে এই অবস্থান কর্মসূচি করেন শিক্ষার্থীরা।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন ছাত্র নেতা মহিউদ্দিন রনি, সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহান প্রমূখ।

এসময় ছাত্র নেতা মহিউদ্দিন রনি বলেন, ‎শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহ সহ সর্ব সাধারণের জন্য সুচিকিৎসা নিশ্চিত করা, ‎স্বাস্থ্য মন্ত্রণালয় সহ দেশের সকল হাসপাতাল গুলোতে দূর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি,  স্বচ্ছ জবাবদিহিতা মূলক টাস্ক ফোর্স গঠন করতে হবে এবং স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্ত সাপেক্ষে পূণরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে জোরদার পদক্ষেপ গ্রহণ করতে হবে বলেও দাবী জানান তারা।

অতি দ্রুত সময়ের মধ্যে এই দাবি বাস্তবায়ন না হলে লাগাতার কর্মসূচির হুঁশিয়ারি তাদের। এতে বরিশালের বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/