• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

দখিনের সব নদীর পানি বিপদ সিমার উপরে, নির্মাঞ্চল প্লাবিত

মাহিমুল হাসান এমদাদ / ২৬ পড়া হয়েছে
প্রকাশিত : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বরিশালসহ দক্ষিণাঞ্চলের সব নদ নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে অস্বাভাবিক জোয়ারে উপকুুলে নদী তীরবর্তি জনপদ জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। শুক্রবার থেকে শুরু হয়ে শনিবার বিকাল ৫ টার পরও নগরীর প্রধান সড়ক সদর রোড সহ অনেক এলাকায় কীর্তণখোলার জোয়ারেতলিয়েছে।

নগরীঘেষা কীর্তনখোলা নদীর তীরবতী এলাকায় বসতঘর প্লাবিত হওয়ায় ওই এলাকাগুলোতে জনদূর্ভোগ দেখা দিয়েছে। খোজ নিয়ে জানা গেছে, নগরীর ভাটিখানা, পলাশপুর, সাগরদি ধান গবেষনা রোড, জিয়ানগর এলাকায় অনেক বসতবাড়িতে প্রায় হাটুসমান পানি উঠেছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ প্রকৌশলী তাইজুল ইসলাম জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে বরিশালেল কীর্তনখোলা নদীর পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার, বাকেরগঞ্জের বুড়িশ্বর নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার, বাবুগঞ্জের নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার, হিজলার ধর্মগঞ্জ নদীর পানি বিপৎসীমার ৭৭ সেন্টিমিটার, ঝালকাঠীর বিষখালী নদীর পানি বিপৎসীমার ২৬ সেন্টিমিটার, বরগুনার বেতাগীর বিষখালী নদীর পানি বিপৎসীমার ৫২ সেন্টিমিটার, ভোলার দৌলতখানের মেঘনা নদীর পানি বিপৎসীমার ৮২ সেন্টিমিটার, তজুমদ্দিনে মেঘনা নদীর পানি বিপৎসীমার ১৪৫ সেন্টিমিটার, ভোলা খেয়াঘাট সংলগ্ন তেতুলিয়া নদীর পানি বিপৎসীমার ৩৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

এ ছাড়া বরিশালের বরগুনায় বিষখালী নদীর পানি বিপৎসীমার ৩১ সেন্টিমিটার, পাথরঘাটার বিষখালী নদীর পানি বিপৎসীমার ৪৫ সেন্টিমিটার, পটুয়াখালীর কাইতপাড়ার লোহালিয়া নদীর পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার, মির্জাগঞ্জের বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার, বরগুনার আমতলীর বুড়িশ্বর/পায়রা নদীর পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, পিরোজপুরের বলেশ্বর নদীর পানি বিপৎসীমার ৩২ সেন্টিমিটার ও উমেদপুরে কচা নদীর পানি বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।

মেঘনা, তেতুলিয়াসহ দক্ষিণাঞ্চলের সব নদীর পানি বিকাল ৩টার পর বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরীরঘেষা কীর্তণখোলায় বিকাল ৪টা ৪০ মিনিটে বিপদসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। পাউবোর এ কর্মকর্তা জানান, ভাটা শুরু হলে নগরীর বসতবাড়ি থেকে পানি নেমে যাবে।

পর্যটন কেন্দ্র কুয়াটায় সাগর প্রচণ্ড উত্তাল। প্রচণ্ড বেগে বাতাস বইছে। জোয়ারে সাগর তীরবর্তী এলাকা তলিয়েছে। একই অবস্থা সাগরকুলের আরেক জনপদ বরগুনার পাথরঘাটার।

নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাত থেকে দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হয়। তবে বেশীরভাগ সময়ে হালকা মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার সকাল থেকে সারাদিন একই ধারায় বৃস্টিপাত হয়। ছুটির দিন হওয়ায় মানুষনজনকে বাসাবাড়িতে কাটান। বেলা ১২টার পর বৃষ্টির সঙ্গে দমকা বাতাস শুরু হয়।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিযর পর্যবেক্ষক জানান, বেলা ৩টায় তারা সর্বোচ্চ ঘন্টায় ১০ কিলোমিটার বাতাসের গতিবেগ রেকর্ড করেছেন। এটাই ছিলো দিনের সর্বোচ্চ গতিবেগ। বিকাল ৩টা থেকে আগের ২৪ ঘন্টায় ২১ মিলিমিটার বৃস্টি রেকর্ড হয়।
বরিশাল নৌ বন্দর কর্মকর্তা শেখ সেলিম রেজা জানান, নদীতে পানি অস্বাভাবিক বেড়েছে। তবে কোন ধরনের লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা দেয় হয়নি। স্পীডবোট চলাচল বৃহস্পতিবার সকাল থেকে বন্ধ করে দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/