• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন

বরিশালে মহানগর জামায়াতের বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার / ৪৪ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ও জুলাই যোদ্ধাদের উপরে হামলার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার নগরীর টাউন হল চত্বরে মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবরের সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমানের সঞ্চালনায় সমাবেশ আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান।
আরও উপস্থিত ছিলেন মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির ও মাওলানা জয়নুল আবেদীন।
সভাপতির বক্তব্যে মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর বলেন, জুলাই মাসের শুরু থেকে জুলাই আন্দোলনের সামনের সারির নেতৃবৃন্দ দেশব্যাপী সফর করছে কিন্তু গোপালগঞ্জে গেলে তাদের উপর হামলা করা হয়। কালকে এই জুলাই পদযাত্রার উপর হামলার মাধ্যমে আবারও প্রমাণ হয়েছে আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল। জুলাই বিপ্লবের পরে দেশ স্বাভাবিক হতে না দিলে এদেশের জনগণ এই সন্ত্রাসীদের প্রতিরোধে করবে।
গতকাল প্রশাসনের তৎপরতা দেখে মনে হচ্ছে ফ্যাসিবাদ পুরোপুরি বিলুপ্ত হয়নি, প্রশাসন থেকে ফ্যাসিবাদের দুসরদের বিদায় করতে হবে। যেই প্রশাসন একটা সমাবেশের নিরাপত্তা দিতে পারেনি তারা একটা ভোটের নিরাপত্তা দিবে কিভাবে, দেশের
নিরাপত্তা ব্যবস্থা করতে হবে এদেশের জনগণের ভোটের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোন ভোট হতে দেওয়া হবে না।
সমাবেশ শেষে মহানগর আমিরের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নগরী টাউন হল থেকে শুরু হয়ে সদর রোড ফজলুল হক এভিনিউ, চকবাজার, লাইন রোড হয়ে সদররোডে এসে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/