• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

বরিশালে যুবদলের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৩৯ পড়া হয়েছে
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

গোপন তৎপরতা দীর্ঘদিন ধরে অভ্যস্ত গুপ্ত সংগঠন কর্তৃক সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি এবং অন্তর্বর্তী সরকারের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১ টা থেকে ঘণ্টাব্যাপী এই প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উপজেলা, জেলা এবং মহানগর থেকে আসা যুবদলের নেতা কর্মীরা মিছিল নিয়ে দিকে অশ্বিনী কুমার হল চত্বরের দলীয় কার্যালয়ে আসে। এখানে সমাবেশের পর নগরে মিছিল বের হয়।এ সময় বিভিন্ন স্লোগান দিতে থাকে নেতাকর্মীরা।

এসময় বরিশাল মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সহ-সভাপতি কাইয়ুম রেজওয়ান সাগর হোসেন, রিয়াজ হোসেন, আবু কায়সার নিশাত, সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান পলাশ প্রমুখ।

সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন, দেশে পরিকল্পনামাফিক প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখে অরাজক পরিস্থিতি বিদ্যমান রাখার চেষ্টা চলছে। এই অজুহাতে জাতীয় নির্বাচন বিলম্বিত হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এসময় দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পদক্ষেপ গ্রহণের দাবি জানান তারা।

এখানে বক্তারা বলেন, পতিত স্বৈরাচারের সময়ে তিনশ আসনে প্রার্থী দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ তারা আমাদের নেতার বিরুদ্ধে কথা বলছে। এমনি করে আরো কিছু ছোট দল যে আস্ফালন দেখাচ্ছে এর ফল ভালো হবেনা। আমরা নেতার কথায় র্ধৈয্য ধরে জনগণের পাশে রয়েছি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/