• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ অপরাহ্ন

জুলাই শহীদদের স্মরণে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার / ২৮ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার আয়োজনে জুলাই গনঅভ্যুত্থানে শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আজ ১৬ জুলাই বুধবার বিকাল ৪টায় শাখা সভাপতি উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জুলাই শহীদ পরিবারের স্বজন, সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনে ছাত্ররা তাদের তাজা প্রাণ যেভাবে বিসর্জন দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে জাতি তাদের কখনো ভুলবে না। মহান রবের দরবারে এর বিনিময় উত্তম পুরস্কার পাবে শহীদরা।

আজও অনেক ছাত্র তরুণ তাদের অঙ্গ-প্রত্যঙ্গ হারিয়ে পঙ্গুত্ব, অসহায়ত্ব বরণ করে নিয়েছে। কিন্তু নতুন বাংলাদেশ বিনির্মানের কাঙ্খিত স্বপ্ন ঘুনাক্ষরেও বাস্তবায়ন হয়নি। নতুন করে আবারো ফ্যাসিবাদী পরিবেশ সৃষ্টি করার পায়তারা চালাচ্ছে একটি পক্ষ। তাদেরকে প্রতিহত করতে জাতিকে সচেতন থাকতে হবে।

দোয়া অনুষ্ঠানে জুলাই শহীদদের প্রতি সম্মাননা তাদের স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/