• মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৭ অপরাহ্ন

জুলাই যোদ্ধাদের উপর হামলার প্রতিবাদে বরিশালে ছাত্র জনতার ব্লকেড

মাহিমুল হাসান এমদাদ / ৭৬ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি এন সি পির আহবায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসানাত আব্দুল্লাহ দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক সার্ভিস আলমসহ এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের গাড়িবহরে হামলা ভাঙচুর অগ্নি সংযোগের প্রতিবাদে বরিশালে ব্লাকেট কর্মসূচি পালন করেছে সাধারণ ছাত্র জনতা। বিকেল চারটায় বরিশাল নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল নতুল্লাবাদ এলাকায় অবস্থান নিয়ে গোপালগঞ্জের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ সহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে এ ব্লকেটকর্মসূচি পালন করেন। ব্লকেট কর্মসূচিতে ছাত্র জনতার নেতৃবৃন্দ বলেন গোপালগঞ্জের ঘটনাকে কেন্দ্র করে নিষিদ্ধ গঠিত ছাত্রলীগ বরিশালে যদি আন্দোলনের চেষ্টা করে রাজপথে তাদের দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে। একই সাথে প্রশাসনকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান। প্রায় দেড় ঘন্টা ব্লকেট কর্মসূচি পালনসকালে নতুল্লাবাদ থেকে সারাদেশের সাথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিকেল চারটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত এ ব্লাকেট কর্মসূচি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/