ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বে পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন এই প্রতিপাদ্য নিয়ে বরিশালে আলোচনা সভা ও র্যালির মধ্যদিয়ে পালিত হয়েছে বিশ্ব জনসংখ্যা দিবস।
আজ সোমবার বেলা ১১ টায় বরিশাল সার্কিট হাউজ হল রুমে পরিবার পরিকল্পনা বিভাগের বরিশাল বিভাগীয় পরিচালক মো: আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার ( রাজস্ব) আহসান হাবিব, বরিশাল রেঞ্জের ডিআইজি মো: মঞ্জুর মোর্সেদ আলম, ডা: শ্যামল কৃষ্ণ মন্ডল, জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বরিশালের সিভিল সার্জন ডা: এস এম মঞ্জুর এ এলাহী, পরিবার পরিকল্পনা বরিশাল জেলার উপ পরিচালক মেহবুল মুন্সি প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মা ও শিশু কল্যান কেন্দ্র গুলোর সেবার মান আরো বাড়াতে হবে। বর্তমানে এসকল কেন্দ্র থেকে তৃনমুলের মা ও শিশুর পাশাপাশি সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা পেয়ে আসছে।
এদিকে বরশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলায় কর্মরত ২০ জন স্বস্থ্য কর্মীকে শ্রেষ্ঠ কর্মী ও প্রতিষ্ঠানকে পুরুস্কৃত করা হয়েছে।
https://slotbet.online/