বরিশালে অতিবৃষ্টিতে নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ডিসি ঘাট পরিদর্শন করবেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। বরিশালে মৌসুমি বায়ু সক্রিয়তার কারণে গত সোমবার থেকে টানা বর্ষণের কারনে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাবে বরিশালের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে সিটি কর্পোরেশনসহ জেলার নির্মাণ অঞ্চল জোয়ারের পানিতে তলিয়ে যায়।
আজ ৯ জুলাই বুধবার বিকালে কীর্তনখোলা নদীর পার ডিসি ঘাট এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বরিশাল মোহাম্মদ দেলোয়ার হোসেন। এ-সময় তিনি সবাইকে সতর্ক থাকার জন্য আহ্বান জানান।
আজ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী বরিশাল জেলায় ১৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বরিশালের সমুদ্র বন্দর সমূহকে তিন নাম্বার এবং নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত রয়েছে। এছাড়াও আগামী দুই-একদিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
https://slotbet.online/