• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ১২:৪৬ পূর্বাহ্ন

জেলা প্রশাসকের সাথে “আরোহন”র সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার / ১২৬ পড়া হয়েছে
প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫

 

বরিশাল জেলা প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত “আরোহন সাংস্কৃতিক সংগঠন” র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

৮ জুলাই মঙ্গলবার বিকেল ৪ টায় জেলা প্রশাসক মো: দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য নতুন দিনের প্রত্যাশায় “আরোহন” সৃজনশীলতায় সৃষ্টিশীল অঙ্গন স্লোগানকে সামনে রেখে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত অরাজনৈতিক এবং প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ২৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি প্রকাশ করে গত ৪ জুলাই আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক সংগঠন “আরোহন”।

সংগঠনের সদস্য সচিব লাবণ্য রহমান জানান, আমাদের সংগঠন সম্পর্কে জেলা প্রশাসকে অবহিত করা এবং তার সাথে শুভেচ্ছা বিনিময় করার জন্যই আমরা আজকে জেলা প্রশাসকের কার্যালয়ে আসি এবং তার সাথে সৌজন্য সাক্ষাৎ করি।জেলা প্রশাসক মহোদয় আন্তরিকতার সাথে আমাদের কথা শুনেছেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন।

সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর বলেন, আমরা মুক্তিযুদ্ধ ও জুলাই চেতনা ধারণ করে এগিয়ে চলছি, সত্যকে সত্য বলার সাহস নিয়ে আরোহনের পথচলা, বরিশালের সাংস্কৃতিক অঙ্গনের কলুষিত অধ্যায় আমাদেরকে মর্মাহত করেছে, আমরা চাই দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে শুদ্ধ সাংস্কৃতিক কর্মী তৈরি করতে।

এসময় জেলা প্রশাসক মো:দেলোয়ার হোসেন বলেন, বরিশালে সংস্কৃতি সবসময়ই সমৃদ্ধ, তবে এখানকার সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। আমি প্রত্যাশা করি আরোহন সাংস্কৃতিক সংগঠন সকল কিছুর উর্ধে থেকে শুদ্ধ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখবে একইসাথে বরিশালের সাংস্কৃতিক অঙ্গনে নতুনত্ব নিয়ে আসবে।

এসময় আরো উপস্থিত ছিলেন আরোহন সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোহন হোসেন, সদস্য সচিব লাবন্য রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/