• শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

সাবেক কাউন্সিলর আ.লীগ নেতা বাহার চার মামলায় কারাগারে

স্টাফ রিপোর্টার / ৫৫ পড়া হয়েছে
প্রকাশিত : সোমবার, ৭ জুলাই, ২০২৫

বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক প্যানেল মেয়র ও নগরীর ২৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনামুল হক বাহার চার মামলায় কারাগারে পাঠিয়েছে বিচারক। রোববার দুপুরে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বাহার হাজির হয়ে আদালতের কাছে জামিন আবেদন করেন। বিচারক হাবিবুর রহমান চৌধুরী ৪টি মামলায়ই জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন। তার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির কার্যালয় ভাংচুর ঘটনাসহ ৪টি মামলা চলমান রয়েছে।
আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুবিমল রিপন বলেন, তার মক্কেল এনামুল হক বাহার একজন জনপ্রতিনিধি ছিলেন। রাজনৈতিক এই মামলাগুলো থেকে তার জামিনের প্রার্থনা করা হয় আদালতের কাছে। পরে বিচারক ৪টি মামলায়ই ধারাবাহিকভাবে জামিন নামঞ্জুর করে বাহারকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ টানা তিনবারের কাউন্সিলর এনামুল হক বাহার বিসিসির সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর ছিলেন। আওয়ামী লীগ সরকার পতনের শেষ মুহূর্তে তাকে বিসিসির ২ নম্বর প্যানেল মেয়র মনোনিত করা হয়েছিলো। তিনি ২৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের প্রস্তাবিত আহ্বায়ক কমিটির সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/