• বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ০৩:২০ অপরাহ্ন

বাসের চাপায় হেলপার নিহত

বানারীপাড়া প্রতিনিধি / ৭৫ পড়া হয়েছে
প্রকাশিত : বুধবার, ২৫ জুন, ২০২৫

বরিশালের বানারীপাড়া বাসটার্মিনালে নিজের বাসের চাপায় হেলপার হৃদয় (১৮) নিহত হয়েছেন। গতকাল বুধবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের লাইন সম্পাদক জগলু হাওলাদার।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বরিশাল-বানারীপাড়া-নেছারাবাদ রুটের স্বর্ণা পরিবহন বানারীপাড়া টার্মিনালে এসে পার্কিং করছিলো। তখন সেই বাসের হেলপার হৃদয় বাস থেকে নেমে পার্কিংয়ে দিকনির্দেশনা দিয়ে সহায়তা করছিলেন।

এসময় চালকের ভুলবশত হৃদয়ের উপর বাস উঠিয়ে দিলে গুরুতর আহত হন হৃদয়। তাকে উদ্ধার করে পার্শ্ববর্তী বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় হেলপার হৃদয় মারা যান।

এ বিষয়ে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফকরুল ইসলাম মৃধা বলেন, তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে আনা হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে শেবাচিমে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনা সম্পর্কে অবগত নয় বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তফা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ রকম আরো সংবাদ...
https://slotbet.online/